সপ্তাহে কাজের সংস্কৃতি পাঁচ দিন করার কথা উঠছিল বিভিন্ন মহলে। তথ্যপ্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি পরিষ্কার করে ফের জানিয়ে দিলেন, সপ্তাহে ৬দিন কাজের কথা। একথা তিনি মৃত্যু পর্যন্ত বলে যাবেন বলেও জোর দিয়ে জানালেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সিএনবিসি গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তৃতা করার সময়ে এই বিষয়টি উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারতের যে অর্থনৈতিক পরিস্থিতি, তার অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের সংস্কৃতি দরকার। তাঁর কথায়, এই দেশে আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র পথ হল কঠোর পরিশ্রম করা। কেউ যত বুদ্ধিমানই হোক না কেন, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই।উল্লেখ্য, কয়েকদিন আগেই ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বলেছিলেন, এখনকার যুব প্রজন্মকে সপ্তাহে ৭০ ঘণ্টা করে কাজ করা উচিত। এরপর আবার তিনি বলেন, নিজেই তিনি সপ্তাহে ৮০ ঘণ্টার মতো কাজ করতেন। তাঁর এই সব মন্তব্য ঘিরে জোর চর্চা চলে। ‘থ্রি ওয়ান ফোর ক্যাপিটাল’-এর সেই পডকাস্টে নারায়ণ মূর্তি বলেছিলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশগুলির মানুষের নিরিখে ভারতীয়দের কর্মক্ষমতা অত্যন্ত কম। সেই পরিস্থিতিতে বিশ্বের সেরা দেশগুলির সঙ্গে টক্কর দিতে হলে দেশের তরুণদের আপ্রাণ পরিশ্রম করতে হবে।’ ১৯৮৬ সালে ভারতে সাপ্তাহিক ৬ দিন কাজের নিয়ম বদলে ৫ দিন করা হয়। এই প্রসঙ্গ তুলে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, এই পরিবর্তন কোনওদিনই মানতে পারেননি তিনি। ইনফোসিসের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত। আজও আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি।’ সেই সঙ্গেই তিনি বলেন, জাতীয় উন্নতির জন্যই সবাইকে বেশি করে কাজ করতে হবে। উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও বলেন নারায়ণমূর্তি। তাঁর কথায়, ‘যেখানে প্রধানমন্ত্রী মোদি এত পরিশ্রম করেন, সেখানে নিজেদের উপলব্ধিকে প্রকাশ করার সেরা উপায়ই হল একই ভাবে পরিশ্রম করে যাওয়া।’
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post