আবহাওয়া বদল শুরু রাজ্যে। শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে সকাল থেকে রাত গোটা দিন। বাড়ল রাতের তাপমাত্রা। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমী হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা এবার বঙ্গের বেশ কিছু জেলা। উত্তরবঙ্গের ২ জেলা এবং দক্ষিণবঙ্গের ৯ জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।
গতসপ্তাহের শেষে তাপমাত্রা কমতেই ফের পারদ উর্ধমুখী। রাতের তাপমাত্রা বাড়ল। আজ বেলা বাড়লে আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে, বুধবারের পর ফের ধীরে ধীরে পারদ পতন । জেলায় জেলায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। চলতি সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। ১৫ বা ১৬ ডিসেম্বর থেকে মিলতে পারে জাঁকিয়ে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলার আকাশ আজ আংশিক বা সম্পূর্ণ মেঘলা হতে পারে দুপুরের পর।
উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা। উপরের আরও দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গে মেঘলা আকাশ। সামান্য বাড়তে পারে উত্তরের সমতলের জেলার রাতের তাপমাত্রা।
কলকাতার রাতের তাপমাত্রা বৃদ্ধি। আজ রাতে আরও সামান্য চড়বে পারদ। শীতের আমেজে সাময়িক বিঘ্নিত। শহরতলি জুড়ে বুধবারের পর ফের নামবে পারদ। রবিবারের মধ্যে সর্বাধিক ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার পারদ। গতকাল রাতের তাপমাত্রা ১৫.৭ থেকে বেড়ে ১৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৮২ শতাংশ।
Discussion about this post