ভজনরসিক বাঙালির জন্য দারুণ খবর। এবার আর শুধু রাজ্যের ইলিশই নয়, পাতে পড়বে পদ্মার ইলিশও। রাজ্যের বাজারে বাজারে ঢুকতে শুরু করলো বাংলাদেশের পদ্মার ইলিশ। শুক্রবার হাওড়ার বাজারে এসে পৌঁছল বাংলাদেশি রূপোলী শস্য। বাজারে বাজারে আজ ইলিশের চাহিদা তুঙ্গে। আর পুজোয় পাতে ইলিশ পড়বে শুনে আহ্লাদে আটখানা বাঙালি। বাজারে বাজারে আজ ইলিশের চাহিদা তুঙ্গে। হাওড়া হোলসেল মাছের বাজারে দূর দূরান্ত থেকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা এসেছেন পদ্মার এই ইলিশ কেনার জন্য। মাছ নিলামি হিসাবে বিক্রি করা হচ্ছে যা ব্যবসায়ীরা কিনে এখান থেকে বিভিন্ন ক্ষুদ্র বাজারে নিয়ে যাবেন ও তারা সেখানে বিক্রি করবেন। তবে, পদ্মা ইলিশ এপারে এলেও দাম কিছুটা বেশিই বটে। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন এইবার প্রত্যেকদিন মাছ বোঝাই লরি মাছ বাজারে আসতে শুরু করলে মাছের দাম কমবে। দাম কমার আশ্বাস শোনা গেল ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদের মুখেও।
প্রসঙ্গত, বাংলাদেশের পদ্মার ইলিশ এদেশে রপ্তানি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। বিগত পাঁচ বছর পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ইলিশ আমদানির অনুমোদন দিলেও এবছর ছবিটা কিছুটা ভিন্ন ছিল। নেপথ্যে, ছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন এবং পড়শি দেশে অন্তর্বর্তী সরকার গঠন। ইলিশ রপ্তানি নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ঘোষণা করেন, তাঁদের সরকার দুর্গাপুজোর আগে এ দেশে ইলিশ পাঠাবে। সেই মতো পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার জন্য ৪৯টি রপ্তানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে।
Discussion about this post