রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক পেলেন নতুন দায়িত্ব। অসম তৃণমূলের দায়িত্ব দেওয়া হল বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে। রবিবার সর্বভারতীয় তৃণমূলের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে আইনমন্ত্রী মলয় ঘটককে অসম রাজ্য তৃণমূলের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গের বাইরেও দলকে সম্প্রসারণ করতে বা বাড়াতে চায় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গোয়া, মেঘালয়ের মতো ছোট রাজ্যে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস। এখন অসমেও রাজনৈতিক ভাবে শিকড় গড়ার চেষ্টা করছে বাংলার শাসক দল। এই প্রেক্ষাপটে অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ হিসেবে মন্ত্রী মলয় ঘটকের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোটের আগে বাংলার গা লাগোয়া এই রাজ্যের সংগঠনকে জোরদার করতে একাধিক পদক্ষেপ করেছিলেন তৃণমূল নেতৃত্ব। প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবকে দু’দফায় রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা। বর্তমানেও তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য। সুস্মিতার হাত ধরেই কলকাতা এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করেছিলেন রিপুন বরা। পরে তাঁকে অসম তৃণমূলের সভাপতিও ঘোষণা করেছিল তৃণমূল। লোকসভা ভোটে অসমের চার আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি। এর পর রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রিপুণ বোরা। সেই পদে কাউকে না আনা হলেও মলয় ঘটককে অসমে সংগঠন মজবুত করতে দায়িত্ব দেওয়া হল। তিনি নতুন দায়িত্ব নিয়ে এবার অসমে সংগঠন জোরদার করার কাজে নামবেন। বাংলার আইনমন্ত্রী এই দায়িত্ব নিয়ে বলেন, ‘আমি এখনও এ ব্যাপারে কিছু জানি না। তবে যদি দল আমায় এই দায়িত্ব দেয়, আমি অবশ্যই সেই দায়িত্ব পালন করব।’
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post