এবার মুখ্য সচিব কে ইমেল করলেন জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন WBJDA. মোট আট দফা দাবী নিয়ে রবিবার সন্ধ্যায় মুখ্য সচিব মনোজ পন্থকে ইমেল করলেন তাঁরা। বিষয়বস্তু হাসপাতালে নিরাপত্তার দাবি থাকলেও বেশিরভাগটাই জুনিয়র ডাক্তার ফন্টের বিরুদ্ধে সরব হয়ে এই ইমেল। আরজি কর কান্ডের দুই মাস পূর্ণ হয়ে তিন মাস হতে যায়। এখনও অবধি ন্যায় বিচার হয়নি দোষীদের। দিকে দিকে চলছে দীর্ঘদিন আন্দোলন মিছিল বিক্ষোভ কর্মসূচি। অনেক ইমেল চালাচালি হওয়ার পর অবশেষে নবান্ন বৈঠক করে রাজ্য সরকার ও জুনিয়র ডাক্তাররা। বৈঠক শেষে আমরণ অনশন প্রত্যাহার করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রতিনিধিরা। তবে এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তৈরি হয়। ফন্টের প্রতিনিধিরা নবান্ন যেভাবে বহিষ্কৃত ৫১ জন জুনিয়র ডাক্তারকে ক্রিমিনাল বলে উল্লেখ করেছেন তার জবাব দিতেই জুনে ডাক্তার এসোসিয়েশন তৈরি হয় এমনটাই জানিয়েছেন তাঁরা। ন্যায় বিচারের দাবি থাকলেও বিশেষ করে ফ্রন্ট এর পুরো বিপরীত ধর্মী অ্যাসোসিয়েশন। জুনিয়র ডাক্তারদের দুই সংগঠন কার্যত মুখোমুখি সংঘাত করছে। ফ্রন্টের প্রতিনিধির আগে বহুবার ইমেল করেছেন মুখ্য সচিব কে। এবার অ্যাসোসিয়েশনের পালা। তাই জুনিয়র ডাক্তার ফ্রন্টের বিরোধিতা করে ন্যায় বিচারের দাবি জানিয়ে মোট আট দফা দাবী নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থকে ইমেল করলো জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। এই সবের মাঝে কোথাও গিয়ে কি আসল নির্যাতিতার ন্যায় বিচারের দাবীটা হারিয়ে যাবে না তো? প্রশ্ন উঠছে এই নিয়ে
শিয়ালদহ আদালতে আরজি কর মামলার পঞ্চম দিন হলেও এই মামলায় ধৃত সঞ্জয় এই নিয়ে তৃতীয় দিন হাজিরায় উপস্থিত থাকছে। আজ...
Read more
Discussion about this post