সরকারি হাসপাতালে কর্মরত থেকেও বহু সরকারি চিকিৎসক বেসরকারি হাসপাতালে বা বেসরকারি পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন। এবার তাঁদের নিয়েই আরও কড়া হচ্ছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যভবন জানিয়েছে, বেসরকারি ক্ষেত্রে পরিষেবা দিলে রাজ্য সরকারি ডাক্তারদের পেতে হবে এনওসি বা ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন। জানা যাচ্ছে স্বাস্থ্যভবনের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে নবান্ন। মূলত, সরকারি হাসপাতালের প্রতি দায়বদ্ধতা বাড়াতেই এই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের প্রস্তাবে সম্মতি দিয়েছে নবান্ন। ২০১৭ সালের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনে এই নিয়মের উল্লেখ রয়েছে। সরকারি কোনও চিকিৎসক যদি বেসরকারি নার্সিংহোমে প্র্যাকটিস করেন তবে এবার থেকে প্রয়োজন এনওসি। এতদিন পর্যন্ত এই আইন থাকলেও তা নিয়ে কড়া হয়নি স্বাস্থ্য দফতর। তবে এবার থেকে এই বিষয়ে কঠোর ভূমিকা নিতে চলেছে তারা। ফলত, স্বাস্থ্য ভবন যদি এনওসি দেয় তবেই বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারবেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এমনকী সার্জারির ক্ষেত্রেও এনওসি বাধ্যতামূলক করা হবে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোর সেবা গ্রহণের জন্য রোগীদের মধ্যে যে বিশাল চাপ রয়েছে, তা কমানোর জন্য সরকারি চিকিৎসকদের মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে যেহেতু পরিষেবা ব্যাহত হচ্ছে, সেহেতু এনওসি নীতিমালা কার্যকর হলে চিকিৎসকদের মধ্যে নতুন এক দায়িত্ববোধ তৈরি হবে।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post