হাওড়ার ফুলেশ্বর স্টেশনে ট্রেন অবরোধ। প্রায় প্রতিদিন লোকাল ট্রেন দেরিতে চলে, এই অভিযোগে বুধবার সকালে হাওড়া-খড়গপুর শাখার ফুলেশ্বরে রেল অবরোধ করে নিত্যযাত্রীরা। সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু হয়। রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে ১২টা নাগাদ অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে একাধিক স্টেশনে পর পর দাঁড়িয়ে যায় ট্রেন। এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রে খবর। নিত্যযাত্রীদের অভিযোগ, এই সমস্যা আজকের নয়। দিনের পর দিন ধরে চলছে একই সমস্যা। এদিনও অফিস যাওয়ার জন্য স্টেশনে এসে দেখা যায় ট্রেন লেট। তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের দাবি, সমস্যার কথা দিনের পর দিন রেলকে জানানোর পরেও কোনও কাজ হয়নি। সময়ে আসেনি কোনও ট্রেনই। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথাও বলেন। রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় লাইন মেরামতির কাজ চলছে। ফলে লোকাল ট্রেন চলাচলে কিছুটা দেরি হচ্ছে। তবে এই সমস্যা দ্রুত মিটবে বলে জানিয়েছে রেল। রেল অবরোধ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া জকপুর রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় দলুই জানান, এ নিয়ে ১৯ সেপ্টেম্বর রেল অবরোধেরও ডাক দিয়েছিলেন। সে সময় কর্তৃপক্ষ সমাধানের আশ্বাস দিলেও তা কথার কথা হয়েই থেকে গিয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, ট্রেন দেরিতে চলা নিয়ে যাত্রীরা ফুলেশ্বর স্টেশনে রেল অবরোধ করেছিলেন।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post