: ‘জুনিয়র হিটম্যান’ নামই মুখে মুখে ঘুরছিল দেশের ক্রিকেট ভক্তদের। এবার প্রকাশ্যে এলো রোহিত শর্মা ও ঋত্বিকা সাজদের ছেলের নাম আর সেই নাম ফাঁস করলেন খোদ ঋতিকাই। সোশ্যাল মিডিয়ায় পরিবারের ছবি দিয়ে ‘জুনিয়র হিট ম্যানের’ নাম জানিয়ে দিলেন তিনি। ১৫ ই নভেম্বর ভূমিষ্ঠ হয়েছে রোহিত শর্মা দ্বিতীয় সন্তান ।তারপর সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছিলেন ভারত অধিনায়ক ।সেখানে একটি ছবি পোস্ট করেন রোহিত। তাতে লেখা ছিল ফ্যামিলি। তিনজনের পরিবারের চার জনে পরিণত হয়েছে সেটাও জানানো ছিল। কিন্তু এতদিন পর্যন্ত রোহিত পুত্রের নাম প্রকাশ আসেনি ।ভক্তদের মধ্যে সে পরিচিত হচ্ছিল ‘জুনিয়র হিট ম্যান ‘নামেই। এবার ঋতিকা নিজেই জানিয়ে দিলেন সেই বহু প্রতিক্ষিত নাম ।সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি সেখানে রয়েছে চারটি পুতুলের ছবি যেন বাবা-মা তাদের ছেলেমেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে ।তার মধ্যে একটি পুতুলের টুপিতে লেখা ‘রো’। স্পষ্টতই তা রোহিত শর্মাকে বোঝাচ্ছে ।আরেকটি পুতুলের টুপিতে ‘রিতস’দেখে বোঝা যাচ্ছে তার ঋতিকার নাম। পাশে ছোট্ট মেয়েটির টুপিতে দেখা ‘স্যামি’। তাদের রোহিত ঋতিকার মেয়ে সামাইরার নাম ,তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আর ডান পাশে রয়েছে আরেকটি ছোট্ট পুতুল তার মাথায় লেখা ‘আহান ‘।সেটাই যে ‘জুনিয়ার হিটম্যানের’ নাম তেমনটাই মনে করছেন ভক্তরা। চারজনের সুখী পরিবারের ছবি দেওয়ার সঙ্গে তাদের ছেলের ছবি নাম জানিয়ে দিলেন ঋতিকা। এর আগে সন্তানের ব্যাপারে পুরোপুরি গোপনীয়তা দেখেছিলেন রোহিতরা ।অস্ট্রেলিয়া সফরেরপ্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি ।এবার অবশ্য অ্যাডিলেডে নামবেন ভারত অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post