বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্রের রহস্যমৃত্যু। মাত্র দিন ২৫ আগেই বিয়ে হয়েছিল রিঙ্কু ও দিলীপের। তার মধ্যেই এই সংবাদ। কিন্তু ঠিক কি কারণে এই মৃত্যু তরতাজা যুবক প্রীতম ওরফে সৃঞ্জয় দাশগুপ্তের, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেটা সামনে এলেও একটা বড়সড় প্রশ্ন তুলে দিলেন তাঁর সৎ বাবা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
পুত্র সুখ হল না, পুত্র শোক হল। নিমতলা মহাশ্মশানে দাঁড়িয়ে সদ্য মৃত সৎ ছেলেকে নিয়ে বলেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মাত্র কয়েকদিন আগেই তিনি বিয়ে করেছিলেন রিঙ্কু মজুমদারকে। তাঁর আগের পক্ষের ছেলে প্রীতম। যে আইটি সেক্টরে কাজ করত। আচমকাই নিজের ফ্ল্যাটে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল মঙ্গলবার সকালে। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয় দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিস্তর জলঘোলা চলছে। জানা যাচ্ছে, মৃত্যুর আগের দিন বাড়িতে পার্টি করেছিলেন প্রীতম। সঙ্গে ছিলেন তাঁর অফিসের সহকর্মীরাও। বুধবার সকালেই বিজেপি নেতা দিলীপ ঘোষ নিয়ম মেনেই মর্নিং ওয়াকে বের হন। সেখানে তাঁকে ছেলের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে ঠোঁটকাটা দিলীপবাবু বলেন, এখনও ঠিক বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। তবে তিনি বলেন, বন্ধবান্ধব নিয়ে রাতে পার্টি করেছিল প্রীতম। তিনি এর পিছনে ড্রাগের নেশা থাকতে পারে বলেও অনুমান করেছেন দিলীপ ঘোষ।
এই মৃত্যুর পিছনে যে রহস্য আছে তা অবশ্য খুঁচিয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সকালে তৃণমূল নেতা কুণাল ঘোষ ‘আমি ঝুমা’ নামে এক ফেসবুক প্রোফাইলের পোস্ট শেয়ার করে লেথেন, পুত্রশোকে কাতর রিঙ্কু মজুমদারকে আন্তরিক সমবেদনা জানাই। দিলীপ ঘোষকেও জানাই সমবেদনা। রাজনৈতিক মতপার্থক্য আলাদা। এটা এক পরিচিত হিসেবে মানবিক কর্তব্য। সৃঞ্জয়/প্রীতমের মৃত্যু কীভাবে, নানা সূত্রে খবর আসছে। তাতে আর যাই হোক দিলীপবাবু বা রিঙ্কুদেবীর কিছু করার ছিল না। সেই সঙ্গে এক স্ক্রিন শট শেয়ার করে তিনি লেখেন, আমি আমার এই পোস্টের সঙ্গে ‘আমি ঝুমা’ প্রোফাইলের স্ক্রিনশট দিলাম। আমি সরাসরি এঁকে চিনি না। কিন্তু পোস্ট দেখে বুঝি ইনি দিলীপবাবু-রিঙ্কুর শুভানুধ্যায়ী, বিয়ে কিংবা গতকালের শ্মশান, সর্বত্র সঙ্গে থাকেন। তাঁর পোস্টে কিছু ইঙ্গিতবাহী ক্ষোভ আছে। সেই গুরুত্ব থেকে আমি এটি দিলাম। আমি ঝুমা নামের ওই পোস্টেও এক মহিলার কথা উল্লেথ রয়েছে, যিনি প্রীতমের মৃত্যুর আগের রাতে তাঁর ফ্ল্যাটে ছিলেন। ফলে এই মৃত্যুর পিছনে এখন মহিলাঘটিত কারণও সামনে চলে এল। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুন বা আত্মহত্যার তত্ত্ব সামনে আসেনি বলেই জানা যাচ্ছে।
Discussion about this post