অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে বরাবরই কৌতূহল দর্শকমহলে।টলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকাদের কার কত পরিশ্রমিক,জানাবো আজকের প্রতিবেদনে।বাংলা সিরিয়ালে পরিচিত মুখ অপরাজিত আঢ্য,তৃণা সাহা, পল্লবী শর্মা,শোলাঙ্কি রায়,মানালি দে।সিরিয়াল প্রতি কত টাকা চান নায়িকারা।তাদের কত পরিশ্রমিক দেওয়া হয়!জানব আজকের প্রতিবেদনে।
অপরাজিতা আঢ্য :
বাংলা ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী অপরাজিতা আঢ্য।ছোট ও বড়ো পর্দায় সমানভাবেই দখল তার। লক্ষ্মী কাকিমা সুপারস্টার, জল নূপুর, চোখের তারা তুই, পুণ্যি পুকুরসহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন।বর্তমানে জল থৈথৈ ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করছেন। মাসে ৪৫ হাজার টাকা পারিশ্রমিক পান তিনি।
মানালি দে :
বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মানালি।এখন বড়ো পর্দাতেও কাজ করেছেন।বউ কথা কও, ধুলোকণার পর এখন কার কাছে কই মনের কথা সিরিয়ালে কাজ করছেন মানালি। পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে ২ লক্ষ টাকা পান মানালি।
তৃণা সাহা :
বালা ধারাবাহিকে খ্যাতনামা অভিনেত্রী তৃণা।খোকাবাবু, কলের বউ, খড়কুটো, বালিঝড় সিরিয়ালে অভিনয় করেছেন তৃণা।বড় পর্দাতেও কাজ করেছেন।কেরিয়ারের শুরুতে প্রতি মাসে ১৪ থেকে ১৬ হাজার টাকা বেতন পেতেন।এখন তার পারিশ্রমিক অনেকটাই বেড়েছে।
পল্লবী শর্মা :
বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা।নিম ফুলের মধু,কে আপন কে পর সিরিয়ালে অভিনয় করেছেন।পল্লবীর পারিশ্রমিক ১ লক্ষ ৭০ হাজার টাকা।
শোলাঙ্কি রায় :
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন শোলাঙ্কি।ইচ্ছেনদী, প্রথমা কাদম্বিনী, ফাগুন বউ খ্যাত অভিনেত্রী তিনি।শেষবার গাঁটছড়া সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। খড়ির চরিত্রে অভিনয় করার জন্য প্রতি মাসের ৩ লক্ষ ৬০ হাজার টাকা বেতন পেতেন।
Discussion about this post