প্রথম ম্যাচ থেকেই শুনতে হয়েছে ২৫ কোটির প্লেয়ারের যা খেলার নমুনা তার থেকে অন্যরা অনেক ভালো । এই মরশুমে খুব কম ম্যাচেই সফলতা পেয়েছে মিচেল স্টার্ক । কোন কোন ম্যাচে বাদ পড়তে হয়েছে। ৩৮ বল বাকি থাকতেই হায়দ্রাবাদকে আট উইকেট হারিয়ে আইপিএল এর ফাইনালে কে কে আর, তার প্রধান স্থপতি ম্যান অফ দ্যা ম্যাচ মিচেল স্টার্ক। ধাক্কাটা শুরু হয়েছিল ম্যাচে দ্বিতীয় বলেই মিচেল স্টার্ক বাঁক খাওয়ানোর ডেলিভারি ট্রাভিসের মিডিল স্টাম্প ছিটকে দিতেই এস আর এইচ সমর্থকদের মুখে আঁধার নেমে আসে।
ম্যাচের পাঁচ ওভারের মধ্যেই ফাইনাল ছাড়পত্র নিশ্চিত হয়ে গিয়েছিল নাইটদের । বুঝিয়ে দিলেন কেন তাকে এত বড় অর্থ দিয়ে কিনেছে কেকেআর। নিতিশ কুমার রেডডি কে তার প্রিয় হুক শট খেলতে বাধ্য করে আউট করলেন। শাহবাজ আহমেদ দিশাই পেলেন না তার বলের । প্রথম স্পেলে তিন ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন স্টার্ক। প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠি কিছুটা লড়াই করেছিলেন কমলা বাহিনীকে ম্যাচে ফেরানোর জন্য। দল ৩৫ বলে তার ৫৫ এর সাহায্যে ১৬০ রানের ভদ্রস্থ লক্ষ্য দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। সহজ ব্যাটিং উইকেটে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন প্যাট কামিংস। তার আগে পিচ রিপোর্টে ম্যাথু হেডেন বলেছিলেন, আশা করছি ২০০ প্লাস রানের ম্যাচ দেখব । কেকেআরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একমাত্র রাহুল ত্রিপাঠি ছাড়া হায়দ্রাবাদে কেউ দাঁড়াতে পারেনি। ক্লাসেন চেষ্টা করেছিল কিন্তু তাতে কোন লাভ হয়নি ।
কেকেআরের প্রথম উইকেট পড়ে ৪৪ রানে। গুরবাজ ২৩ এবং নারিন ২১ রান করে ফিরে গেলেও প্রভাব পড়তে দেয়নি বেঙ্কটেশ আইয়ার ৫১ নট আউট শ্রেয়াস আইয়ার ৫৮ নট আউট। বারবার ২৪ কোটি ৭৫ লক্ষের প্রাইস ট্যাগের কটাক্ষ মঙ্গলবারে পরে হয়তো আর কেউ করবেন না। আমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে নাইটের চতুর্থ বার ফাইনালে তোলা ম্যাচের সেরা পারফরমেন্স জ্বলজ্বল করবে মিচেল স্টার্ক এর নামের পাশে পাশে ।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post