56 বছর বয়েসে প্রথম ভোট দিলেন অক্ষয় কুমার।বলিউডে তার বিশাল প্রতিপত্তি।দীর্ঘদিন ধরে কাজ করেছেন সিনেমায়।আজও নিজেকে ফিট রেখেছেন।যেকোনো স্টান্ট করতে সক্ষম তিনি।ভারতীয় দর্শকদের মনে বারবার দাগ কেটেছে তার অভিনয়।অথত এই প্রথমবার ভারতীয় হিসেবে ভোটাধিকার পেলেন তিনি। দেশজুড়ে চলছে গণতন্ত্রের উৎসব।লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা।সেই তালিকায় বলি তারকাদের অনেকেই রয়েছে।পঞ্চম দফায় মুম্বইতে ভোট দিয়েছেন তারকারা।তাদের মধ্যে একজন অক্ষয় কুমার।কিন্তু জীবনে এই প্রথম বার ভোট দিলেন তিনি।নিজেই সেকথা জানিয়েছেন অক্ষয়।
অভিনেতা ভারতে কাজ করলেও তিনি আদতে ছিলেন কানাডার নাগরিক।১৯৯০ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অভিনেতা।এরপরে বলিউডে তার কাজ প্রভাব ফেলতে শুরু করে।জনপ্রিয় হয়ে ওঠেন কতটা।২০১৯ সালে আবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অক্ষয়।
ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর এটাই তার প্রথম ভোট।ভোটদানের পরে তিনি জানান, ‘আমি চাই ভারতের ভীত আরও শক্ত হোক। সেটা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। ভারতের প্রত্যেক নাগরিকের ভারতের ভবিষ্যতকে মাথায় রেখেই ভোট দেওয়া উচিত। আশা করি, নির্বাচনের ফলাফল যা হবে, ভালই হবে।’
Discussion about this post