অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড সুপারস্টার শাহরুখ খান।হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কেকেআর এর মালিক।আইপিএল এর কোয়ালিফায়ার ১ এ মঙ্গলবার সানরাইজার্সের মুখোমুখি হয়েছিল কেকেআর।সেই ম্যাচে গ্যালারীতে ছিলেন শাহরুখ।কেকেআর ফাইনালে ওঠায় আনন্দে আত্মহারা হয়েছিলেন তিনি।মাঠে নেমে খেলোয়ারদের বুকে জড়িয়ে ধরেন শাহরুখ।এক একটি শটের পর পর ই হাত তালি দিচ্ছিলেন শাহরুখ।শেষে ম্যাচ জেতায় উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন।ডান দিকেই বসেছিল আব্রাম।আনন্দে ছেলের কপালে চুমু খান শাহরুখ।এরপর সবাইকে নিয়ে নেমে আসেন মাঠে।গোটা স্টেডিয়াম ঘুরে ঘুরে দর্শকদের উড়ন্ত চুমু ছুড়তে থাকেন।গ্যালারিতে দর্শকেরাও শাহরুখকে দেখে প্রবল চিৎকার করতে থাকে।
এরপর বুধবার খবর আসে,হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি।প্রচন্ড গরমে অসুস্থ হয়ে আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি।
বুধবার দুপুর ১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়।এরপর ভর্তি হওয়ার খবর মিলতেই হাসপাতালের সামনে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।কিং খানের অসুস্থতার খবর পেতেই উদ্বিগ্ন হয়ে পরে অনুয়াগীরা।সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর ছড়িয়ে পরে।অনুরাগীরা দ্রুত তার আরোগ্য কামনা করেছেন।এবার আই পি এল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কেকেআর।প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে।জয়ের অপেক্ষ্যায় সমর্থকরা।ফাইনালের আগেই শাহরুখের সুস্থতা কামনা করছেন সকলে।
Discussion about this post