ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম। গভীর রাতে রক্ত ঝরেছে সোনাচূড়ায়। প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম। দোকান-বাড়ি ভাঙচুর, আগুন লাগানো হচ্ছে। রাস্তায় গাছের গুড়ি ফেলে চলছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের সোনাচুড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বলে খবর। এই ঘটনায় ৫ থেকে ৭ জন আহত হওয়ার আশঙ্কা। আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই আহতদের মধ্যে এক মহিলার মৃত্য হয়েছে। তিনি বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে। নাম রথীবালা আড়ি।এর মধ্যেই কাঁথির জনসভা থেকে বদলার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। অন্যদিকে, এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ময়দানে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। গতকালের পর আজও সকাল থেকে থমথমে নন্দীগ্রাম। জায়গায় জায়গায় বিক্ষোভ। থমথমে পথঘাট। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post