লোকসভা ভোটে কলকাতা পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফলে পিছিয়ে তৃণমূল। ১৪৪ টি ওয়ার্জের মধ্যে ৪৯ টিতে পিছিয়ে ঘাসফুল শিবির। ভোটে ভালো ফল করেও যা ভাবাচ্ছে রাজ্যের শাসকশিবিরকে।
শেষ দফার ভোট শেষ হয়েছে ১ লা জুন। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা সহ ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় সেবার। ভোটের ফল বেরতেই দেখা যায় ৯ টি কেন্দ্রেই জিতেছে তৃণমূল। উত্তর কলকাতায় তাপস রায়কে দাঁড় করিয়েও বাজিমাত করতে পারেনি বিজেপি। শেষমেষ নির্ধিদায় ভোট বৈতরণী পার করেছে সুদীপ ব্যানার্জি। অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্য ও দেশ জুড়ে বিজেপির রেজাল্ট বেশ হতাশাজনক। ৪২ টি আসনের মধ্যে রাজ্যে মাত্র ১২ টি আসন দখল করতে পেরেছে বিজেপি। গতবারের তুলনায় খুইয়েছে ৬ টি আসন। তবে হারের ঘোরের মধ্যেও অক্সিজেনের সন্ধান পাচ্ছে রাজ্যের গেরুয়া শিবির। গণনা পরবর্তী বিশ্লেষণে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ৪৯ টিতে পিছিয়ে তৃণমূল। যেখানে ২০২১ এর ভোটে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩২ টিতে এগিয়ে ছিল জোড়াফুল। এরমধ্যে রয়েছে ৪৫ কাউন্সিলর ও ৫ মেয়র পারিষদ। দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরাহনগর, কামারহাটি, পানিহাটি ও খড়দহ পুরসভা মিলিয়ে ৮১ থেকে ৯০ টি ওয়ার্ডে হার তৃণমূলের।
ভিও- দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে তৃণমূলের পিছিয়ে পড়ার বিষয়টি চোখে পড়ছে। শিলিগুড়ি পুরনিগমের ৪৭ ওয়ার্ডের মধ্যে ১ টি বাদে সবকটিতে এগিয়ে বিজেপি। এমনকি মেয়র গৌতম দেবের নিজের ওয়ার্ডেও পিছিয়ে ঘাসফুল। নিজেদের ত্রুটির কথা স্বীকার করে নিয়েছে মেয়র গৌতম দেব। কারণ বিশ্লেষণে যেতেই সিপিআইএমের ভোট কাটার বিষয়টি উঠে আসছে। পাশাপাশি শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিকেও একেবারে উপেক্ষা করা যাচ্ছে না
Discussion about this post