এবার সলমানের জায়গা নিতে চলেছেন অনিল কাপুর।সলমানের অত্যন্ত প্রিয় জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে।সেই জায়গা দখল করছেন অনিল কাপুর।রিয়েলিটি শো বিগ বস মানেই সঞ্চালকের আসনে ভাইজান।কিন্তু এবার তিনি অতীত হতে চলেছেন।সেই জায়গায় আসছেন অনিল কাপুর।দীর্ঘ দিন ধরে শো এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমান।বিগ বস যেন সেকেন্ড হোম সলমানের কাছে।বিগ বস এ আসা প্রতিযোগীরা কখনো সলমানের বকা খান,আবার কখনো স্নেহ পান।সোশ্যাল মিডিয়ায় সলমানের নানান ভিডিও ক্লিপ ঘুরে বেড়ায়।সেখানে বিভিন্ন মেজাজে দেখতে পাওয়া যায় সলমানকে। বিগ বস শো সলমানের কেরিয়ারে স্বরণীয় একটি কাজ।সোনা যাচ্ছে এবার বিগ বস এর সঞ্চালনা করবেন অনিল কাপুর।
এর আগেও সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে অনিলকে।ড্যানি বয়েল পরিচালিত অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিতে রিয়্যালিটি শোয়ের সঞ্চালকে ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল। এবার বিগবস এর সঞ্চালনা করবেন অনিল।তবে মূল শো নয়, ‘বিগ বস্’ ওটিটিতে দেখা যাবে অনিলকে।বিগ বস ওটিটির তৃতীয় সংস্করণ শুরু হচ্ছে।সেখানেই সঞ্চালনা করবেন অনিল কাপুর। রিয়েলিটি শো সঞ্চালনা নিয়ে অনিল বলেন,“বিগ বস্ ওটিটি এবং আমি যেন একটা স্বপ্নের দল।দু’জনেই তরুণ।কারণ মানুষ বলেন আমার নাকি বয়স কমছে।”
Discussion about this post