কেন্দ্রীয় বাজেট পেশের দিনই বঙ্গে দুর্গাপুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলে আগাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু অনুদান বৃদ্ধি নয়, বাড়ল বিদ্যুতের ছাড়ও। গতবার বিদ্যুতের ছাড় দেওয়া হয়েছিল ৬৬ শতাংশ। এবার ছাড় দেওয়া হয়েছে ৭৫ শতাংশ। এ বছর কার্নিভাল হবে ১৫ অক্টোবর। কিন্তু সেই বৈঠকে একদিকে যেমন ৮৫ হাজারের অনুদানের স্বস্তি আছে, তেমনই আছে থিম নিয়ে মমতার দুশ্চিন্তার কাঁটা। শ্রীভূমি থেকে রানাঘাট এই মুহূর্তে আশঙ্কা এবং সংশয়ের মেঘ সর্বত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রাউড মানেজমেন্ট নিয়ে প্রবল কড়াকড়ির চোটে বন্ধ হতে পারে রানাঘাটের বড় দুর্গা! সেই সম্ভাবনাও ওড়ানো যাচ্ছে না। পুজোর থিম নিয়ে মন্ত্রী সুজিত বসুকে নাম করে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
পুজো কমিটিগুলিকে সুরক্ষাজনিত বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সুশৃঙ্খল ও সুন্দরভাবে পুজো পালনের জন্য প্রশাসনকে একাধিক নির্দেশিকা দিলেন তিনি। শ্রীভূমির পুজো ঘিরে প্রতিবার যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘একটা শ্রীভূমি পুজোর জন্য প্রায় গোটা এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায়’। এ বছর প্রত্যেক পুজো কমিটিকে তাঁদের থিম পুলিশকে আগে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো, কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। কারন, গত দু’বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
বেশ কিছুক্ষণ ভিড় নিয়ন্ত্রণের জন্য বন্ধ করে রাখা হয়েছিল মণ্ডপের আলো। বন্ধ রাখা হয়েছিল জনসাধারণের প্রবেশ। তাই এবার আগেভাগেই পুলিশের তরফে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও লালবাজারের তরফে থেকেও প্রতিটি পুজো কমিটিগুলোকে জিজ্ঞাসা করা হবে তাঁদের পুজোর থিমের পরিকল্পনা।
Discussion about this post