পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দিল্লি সফর। বৃহস্পতিবার রাজধানীতে যাওয়ার কথা ছিল মমতার। তবে কথা থাকলেও যাননি মুখ্যমন্ত্রী। তবে সব ঠিক থাকলে আজ, শুক্রবার দুপুরের বিমানে দিল্লি যেতে পারেন তিনি। তবে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। সূত্রের খবর, শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি। আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির( Narendra Modi ) ওই বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের অংশ নেওয়ার কথা। তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি ছিল মমতার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল। কিন্তু শেষ মুহূর্তে সফর পিছিয়ে যাওয়ায় নীতি আয়োগের বৈঠকে মমতার যোগ দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছিল, দিল্লিতে রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। এদিকে দিল্লির বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের সংসদীয় বৈঠক। সেই বৈঠকেও মমতার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তৃণমূল সূত্রে খবর ছিল, ২৬ জুলাই বঙ্গ ভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ২৭ জুলাই নীতি আয়োগের ( NITI Aayog) বৈঠক। সেই বৈঠকের ২ দিন আগেই দিল্লিতে পৌঁছবেন তৃণমূল নেত্রী। ২৬ তারিখ তৃণমূলের লোকসভা (Loksabha) ও রাজ্যসভার সাংসদের বৈঠকে করবেন। এরপর যেতে পারেন সংসদ ভবনেও। যদিও সেই সিদ্ধান্ত চূড়ান্ত ছিল না। তবে এখন নীতি আয়োগের বৈঠকে আদেও অংশ নেবেন কিনা বাংলার মুখ্যমন্ত্রী তা নিয়ে ধোয়াশা বহাল।
সম্প্রতি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে পাকরাও করেছে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ...
Read more
Discussion about this post