একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কিনতে ১০ হাজার টাকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সিদ্ধান্তের কারণ এখনও স্পষ্ট নয়। এই বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়য়াদের আর ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেওয়া হবে না। সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তেমনই বলছে সূত্র। হ্যাঁ ঠিকই শুনছেন। শিক্ষক দিবসে পডু়য়াদের হাতে ট্যাবের টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল রাজ্য সরকার। এবার দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশের পড়ুয়াদেরও ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রশাসনিক প্রস্তুতিও ছিল। কিন্তু শেষ সময়ে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। আগামী বৃহস্পতিবার ট্যাবের টাকা বন্টনের সমস্ত প্রক্রিয়া হয়ে গিয়েছিল।
রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও করে ফেলেছিল স্কুল শিক্ষা দফতর। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে নবান্ন। কবে পড়ুয়ারা ট্যাবের টাকা পান এখন সেটাই দেখার। এই টাকা পেলে পড়ুয়ারা পড়াশোনার ক্ষেত্রে নিশ্চিন্ত ভাবে লাভবান হয়। এবার সেক্ষেত্রে তাদের কিছুটা অপেক্ষা করতেই হবে।প্রসঙ্গত, ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই ট্যাব দেওয়ার জন্য ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্প শুরু করে। এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা দেওয়া হয়। ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল, চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এ জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দফতর।বিষয়টি নিয়ে আপাতত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
Discussion about this post