ইউনূসের জমানায় বাংলাদেশ বিশ্ব দরবারে কতটা নেতিবাচক হয়ে উঠেছে, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট দেখলেই স্পট হয়। যেমন প্রকাশিত হয়েছে দ্যা গার্ডিয়ানে। বাংলাদেশকে নিয়ে গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন পড়লেই বোঝা যায়, বাংলাদেশ এখন কতটা উদ্বেগের জায়গায় রয়েছে।
দ্যা গার্ডিয়ানে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ ইউনুস সম্মানিত ব্যক্তি হলেও তার শাসনকাল নিয়ে বিস্তর প্রশ্ন। এমনকি বলা হচ্ছে, তার শাসনকালে বেড়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ঢাকা রাজপথে হাঁটলে মনে হয় না, দেশ স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। অর্থাৎ চূড়ান্ত ব্যর্থ মোহম্মদ ইউনূসের শাসনকাল।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউনূসের তেমন কোনও ভালো সম্পর্ক নেই, যেটা জো বাইডেনের সঙ্গে ছিল। তবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা জানে গোটা বিশ্ব। এদিকে ভারতের সঙ্গে বিদ্বেষ বাড়াতে চাইছে ইউনুস। ফলে ভারত, আমেরিকার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে চাইছে। যদিও ডোনাল্ড ট্রাম্প মোদির ওপরে ছেড়ে দিয়েছেন বাংলাদেশের বিষয়টি। এখন দেখার বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোই। এবং ভারত কি পদক্ষেপ করে।
দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন দেখলে বোঝা যায়, গোটা বিশ্ব দরবারের বাংলাদেশের অবস্থান ঠিক কি। বাংলাদেশে খুন, ধর্ষণ, ডাকাতি বেড়েই চলেছে। পরিস্থিতি একই হয়ে রয়েছে মোহাম্মদ ইউনূসের দেশে। আর এরমধ্যেই মার্চ ফর খিলাফতের ডাক হিজবুত তাহরী। ঢাকা দখল করতে চায় এই নিষিদ্ধ গোষ্ঠী। আসলে বাংলাদেশে খিলাফত গড়ার ডাক দিয়েছিল তারা। ঢাকার রাজপথে দেখা গেল শয়ে শয়ে মৌলবাদীকে মিছিল করতে। বাংলাদেশ কিভাবে সন্ত্রাসী দেশে পরিণত হচ্ছে, তার বড় প্রমাণ এদিন। যদিও এই সংগঠনটির মিছিল ছত্রভঙ্গ করার জন্য কাদানে গ্যাস ছোড়ে পুলিস। রণক্ষেত্র হয়ে উঠে ঢাকার রাজপথ। প্রসঙ্গত, শেখ হাসিনার আমলে হিজবুত তাহেরী কোনভাবেই বেড়ে উঠতে পারেনি। হাসিনার সরকার তা করতে দেয়নি। কিন্তু এখন গোটা দেশে চলছে নৈরাজ্য। ইউনূসের আমলে গোটা বাংলাদেসে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী গুলি মাথা চারা দিচ্ছে। আর এর সমস্যা ভোগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। তবে তাদের মিছিল ছত্রভঙ্গ করে কিছু জনকে গ্রেফতার করে পুলিশ।
হিজবুত তাহেরির মতো জঙ্গি সংগঠনগুলি মোহাম্মদ ইউনূসের আমলে বেড়ে উঠতেই তারা যেভাবে সংগঠন মজবুত করছে, তাতে পড়তে হবে বাংলাদেশের সরকারকে। এখন দেখার, মহুমিদ ইউনূস সেটা বুঝতে পারেন কিনা!
Discussion about this post