গত ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে দু’জনের। তিনদিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে বিশ্বজুড়ে নিমন্ত্রিত ছিলেন ১৪ হাজার মানুষ। নিজের ছোট ছেলের বিয়েতে বিপুল অর্থের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এদিকে চলতি মাসের শুরুতেই মোবাইল ফোনের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে রিলায়েন্স জিও। তার জেরে এক ধাক্কায় খরচ বেড়েছে গ্রাহকদের। সঙ্গে একাধিক মহল থেকে রিচার্জ প্ল্যানের দাম কমানোর দাবিও উঠেছে। এমনকি দাবি জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছেও। এবার এই পরিস্থিতিতে নিজেদের একাধিক প্ল্যানের দাম পুনর্বিবেচনা করল রিলায়েন্স জিও। ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যানে পরিবর্তন এনেছে জিও। এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি ছিল। প্রত্যেক দিন আনলিমিটেড কল এবং এসএমএস-এর মত সুবিধা ছিল এই প্ল্যানে। সেই সঙ্গে রোজ ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট দেওয়া হত। সম্প্রতি জিও তার এক্সে একটি পোস্ট করে জানিয়েছে, এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।তবে ভ্যালিডিটির সময়সীমা বাড়ালেও ৩৪৯ টাকার প্ল্যানের বাকি সুবিধা একই রয়েছে। অর্থাৎ একাধিক প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। সোমবার জিওর তরফে একথা জানানো হয়েছে। অনন্তের বিয়ের আগে জিও অপ্রত্যাশিতভাবে যে প্রিপেড প্ল্যানের খরচ বাড়িয়েছিল। এবার তার কিছুটা কমিয়ে জিও গ্রাহকদের উপহার দিলেন বলে মনে করা হচ্ছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে দ্রুতগতির ইন্টারনেট পরিসেবা জন্য বাংলাদেশকে ব্যবহার করে ইন্টারনেট ট্রানজিট দেওয়ার যে চুক্তি হয়েছিল, তা বাতিল করেছে...
Read more
Discussion about this post