রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তৃতীয় মোদি সরকারের পথ চলা শুরু হতেই ফের চাঙ্গা হতে শুরু করল শেয়ার বাজার। সোমবার সকালে মার্কেট খোলার পরই সর্বোচ্চ লাফ দিল সেনসেক্স। সর্বকালীন রেকর্ড গড়ে সেনসেক্স পার করল ৭৭ হাজার পয়েন্ট। এদিন সকাল ৯টা ২৭ মিনিট নাগাদ সেনসেক্স সূচক প্রথমবার ৭৭,০০০ পয়েন্ট পার করে গিয়েছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক কিছুটা কমে যায়। তবে ৭২ জন মন্ত্রীর শক্তিশালী মন্ত্রিসভা গঠনের পরই শেয়ার বাজারে নিশ্চয়তা ফিরেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিগত দুটি লোকসভা নির্বাচনের মতো ফলাফল এবার হয়নি। ২৪-এর লোকসভায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট শরিকদের নিয়েই সরকার গঠন করতে হয়েছে। কিন্তু মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতেই পাল্টে গেল শেয়ার বাজারের চিত্র। সোমবার বাজার খুলতেই সেনসেক্স যেমন লাফ দিয়েছে, তেমনই নিফটি-৫০ রেকর্ড গড়ল। বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন, এবারও জোট সরকার নিয়ে সমানতালে আর্খিক সংস্তারের পথেই হাঁটবেন নরেন্দ্র মোদি। শোয়ার মার্কেটে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। রবিবার নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর সোমবারই সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছে গিয়েছে সেনসেক্স এবং নিফটি।
চলতি অর্থবর্ষের ১০ জুন মার্কেট খোলার কিছুক্ষণের মধ্যেই বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্সের সূচক অনায়াসে পার করেছে ৭৭ হাজার পয়েন্ট। আগের দিনের তুলনায় সেনসেক্স প্রায় ০.০৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি বেলা ১১টা নাগাদ ২৩,৪০০ পয়েন্ট পার করে ফেলেছিল। যদিও মার্কেট খোলার পর নিফটিতে কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছিল। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। চলতি অর্থবর্ষে নিফটি তাঁর সর্বোচ্চ সূচক ২৩,৪০০ পয়েন্ট ছুঁয়েছে। এটাও একটা নয়া রেকর্ড।
সোমবার মার্কেট খোলার দুই ঘণ্টার মধ্যে সবচেয়ে ভআলো ফল করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন, আল্ট্রাটেক সিমেন্ট, হিরো মোটোকর্প, সিপলা, গ্রাসিমের মতো শেযার। পাওয়ার গ্রিড কর্পোরেশনের শেয়ার ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর বাকি শায়ারগুলি প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, টেক মহীন্দ্রা, ইনফোসিস, ইউপ্রোর মতো কোম্পানির শেয়ার এদিন ধাক্কা খেয়েছে। প্রায় ১ থেকে ২ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে এই আইটি সংস্থাগুলির শেয়ারে।
Discussion about this post