প্রচারে বেরিয়ে জিপ থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।শুনে তার প্রাক্তন স্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছে জানেন?
ভোটের প্রচারে বেড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।সঙ্গে ছিলেন কোন্নগর এর বিধায়ক কাঞ্চন মল্লিক ও।হঠাৎ ই কাঞ্চনকে জিপ থেকে নেমে যেতে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তো তোমায় আগের দিনই বললাম গ্রামে এসো না। রিয়্যাক্ট করছেন মহিলারা।’কিন্তু কাঞ্চনকে দেখে কেনো মহিলারা রিএক্ট করলেন।আর দলের প্রচারেই বা কাঞ্চনকে কেনো সঙ্গে নিলেন না কল্যাণ?এই নিয়ে শোরগোল পরে গেছে।
সদ্য বিয়ে করেছেন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক।পাত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।কাঞ্চনের সঙ্গে যার বয়েসের ফারাক অনেকটাই।এই বিয়ে নিয়ে অনেক বিতর্ক হয়।সোশ্যাল মিডিয়ায় পরপর ভাইরাল হতে থাকে কাঞ্চন শ্রীময়ীর বিয়ের ভিডিও।আর যা দেখে সমালোচনার ঝড় তোলে নেটিজেনরা।প্রসঙ্গত কাঞ্চন শ্রীময়ীর বিয়েতে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।বর বধূ কে আশীর্বাদ ও করেন তিনি।আজ সেই কল্যাণ ই নাকি কাঞ্চনকে জিপ থেকে নামিয়ে দিলেন!সেই নিয়ে শুরু হয়েছে বিরোধী শিবিরে হাসির রোল।
তবে ‘দাদা’ কল্যানের এই আচরণে অত্যন্ত মর্মাহত বলে জানান কাঞ্চন মল্লিক। অনেকের ধারণা দ্বিতীয় স্ত্রী পিঙ্কিকে ডিভোর্স দিয়ে হাঁটুর বয়সী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করা নিয়েই গ্রামের মহিলাদের চক্ষূশূল হয়েছেন কাঞ্চন। কাঞ্চনের সঙ্গে পিঙ্কির ডিভোর্স হয়েছে জানুয়ারি মাসে। মাস ঘুরতে না ঘুরতেই শ্রীময়ীকে আইনিমতে বিয়ে করেন কাঞ্চন। ২রা মার্চ ধুমধাম করে সামাজিক বিয়েটা সারেন কাঞ্চন শ্রীময়ী।তবে বিয়ে নিয়ে তার প্রাক্তন স্ত্রী সেভাবে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এবার কাঞ্চনকে জিপ থেকে নামানোর কথা শুনে প্রতিক্রিয়া দিয়েছেন পিঙ্কি।পিঙ্কি বলেন, ‘ও মা সে কী! কাঞ্চনকে জিপ থেকে নামিয়ে দিয়েছে নাকি।’তিনি আরো বলেন, ‘ও মা! কী বলুন তো, এসব আমার আর ভাল লাগে না জানতে। আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি এই সব থেকে। নিজের মতোই থাকছি।’
তবে কল্যাণের ব্যবহারে ব্যাথিত কাঞ্চন।কাঞ্চন বলেন, ‘আমি বুঝতে পারিনি। গিয়েছিলাম দলীয় প্রচারে। আগেও কল্যাণবাবুর সঙ্গে প্রচারে গিয়েছি। আজ হঠাৎ করেই উনি বললেন, ‘যেও না, গ্রামের মহিলারা রিঅ্যাক্ট করছে। সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে। আমিও চলে এসেছি। জানি না তিনি কেন চাননি, হয়তো তাঁর প্রচারের আলাদা কোনও স্ট্র্যাটেজি আছে।’ এদিকে এই গোটা ঘটনায় দল কিন্তু পাশে রয়েছে কল্যানেরই।তাহলে কি দলে একেবারে কোনঠাসা হয়ে গেলেন বিধায়ক কাঞ্চন মল্লিক?বিষয়টা যত সময় গড়াবে ততই পরিষ্কার হবে।
Discussion about this post