থ্রী ইডিয়টস সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই অভিনেতা।কিন্তু বিগত 15 বছর ধরে তাকে আর দেখা যায়নি বলিউডে।কথায় হারিয়ে গেলেন এই অভিনেতা। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল আমির খান, আর মাধবন, শরমন যোশী অভিনীত থ্রি ইডিয়টস সিনেমাটি।এই সিনেমার গল্প, অভিনেতাদের অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল।আজও সমান ভাবেই জনপ্রিয় এই সিনেমা।এই সিনেমায় অভিনয় করেছিলেন ওমি বৈদ্য।চতুর রামালিঙ্গম নামের এক ছাত্রের ভূমিকাতে দেখা গিয়েছিল ওমিকে।তার অভিনয় দর্শকমহলে জনপ্রিয়তা পায়।কিন্তু তারপর আর সেভাবে দেখা যায়নি ওমীকে।
১৯৮২ সালের ১০ই জানুয়ারি আমেরিকাতে জন্মগ্রহণ করেন ওমি।তিনি বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেন।তার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল ‘থ্রি ইডিয়টস’।চতুর রামালিঙ্গম চরিত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ওমি।কিন্তু তারপর কোথায় হারিয়ে গেল ওমি। আসলে থ্রি ইডিয়টসের পর এডিটর এবং প্রযোজক হিসেবে কাজ করতে শুরু করেন ওমি।বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।’থ্রি ইডিয়টস’ -এর পর একেবারে অভিনয় ছেড়ে দেননি তিনি। হাতে গোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন ওমি।যেমন ‘জোড়ি ব্রেকারস’, ‘দেশি বয়েজ’, ‘প্লেয়ারস’, ‘দিল তো বাচ্চা হে জি’।কিন্তু থ্রি ইডিয়টস এর মতো সাফল্য কোনোটাতেই পাননি।আসতে আসতে বলিউড থেকে সরে যান ওমি।
আপাতত স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আমেরিকায় থাকেন ওমি।হলিউডে বেশ কিছু কাজ করেছেন তিনি।অভিনেতার পাশাপাশি কমেডিয়ান হিসেবেও জনপ্রিয় তিনি।আবারো কী বলিউডে ফিরবেন ওমি বৈদ্য।সেটা সময় বলবে।তবে দর্শকের মনে দাগ কেটেছিল তার অভিনয়।ভালো কোনো প্রজেক্টে আবারো দর্শক দেখতো চায় ওমীকে।
Discussion about this post