এবার ক্রিকেট খেলতে মাঠে নামবেন অজয় দেবগন।তার অভিনয় দর্শকের মন কেড়েছে।যেকোনো চরিত্রে অসাধারণ অভিনয় করেন অজয়। ‘ময়দান’ ছবির বক্স অফিসে সেভাবে জায়গা পায়নি।তবে অভিনেতার অভিনয় দর্শকের মন কেড়েছে।ছবিতে অজয়ের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল।আবার ও বায়োপিকে দেখা যাবে অজয় দেবগনকে।
এ বার তিনি ক্রিকেটের ময়দানে পা রাখতে চলেছেন।কিন্তু কার বায়োপিকে দেখা যাবে অজয়কে! সম্প্রতি,ছবির নির্মাতারা জানিয়েছেন, ভারতের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কর বালুর বায়োপিক হচ্ছে।সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অজয়।ছবিটি পরিচালনা করবেন তিগমাংশু ধুলিয়া।ছবির অন্যতম প্রযোজক প্রীতি সিংহ।সহ প্রযোজক হিসেবে থাকবেন অজয় দেবগন। প্রযোজক প্রীতি সিংহ জানিয়েছেন,”রাম গুহের লেখা ‘ আ কর্নার অফ আ ফরেন ফিল্ড ‘ বইটি অবলম্বনে আমরা ছবিটি তৈরী করছি।”
১৮৭৬ সালে মুম্বই( তৎকালীণ বম্বে) প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন বালু।পুণে ক্রিকেট ক্লাবে পিচরক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।প্রান্তিক জনসমাজ থেকে উঠে এসেছিলেন তিনি।জীবনে এসেছিল অনেক ওঠাপড়া। প্রতিভার জোরে ১৮৯৬ সালে হিন্দি জিমখানা ক্লাবে তিনি ক্রিকেটার হিসেবে সুযোগ পান। ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৫৩ রান এবং ১৭৯টি উইকেট নেন বালু।ক্রিকেটার হিসেবে তাঁর লড়াইকে তুলে ধরবে এই ছবি।এই ছবিতে সেই চরিত্রকেই ফুটিয়ে তুলবে অজয় দেবগন।আবারো বায়োপিকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়োবে অজয়।
Discussion about this post