ভারতে সিনেমা ও ক্রিকেট জগতের সম্পর্ক বেশ গভীর। অনেক বলিউড তারকাই গাটঁছড়া বেঁধেছেন ক্রিকেটারের সঙ্গে।বিয়ে না করলেও অনেক সময় ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনেক অভিনেত্রী ,মডেল।তাই ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক বেশ মজবুত। আজকের প্রতিবেদনে এমন একজন অভিনেত্রীর বিষয় জানাবো,যেকিনা নিজের দেশ ছেড়ে ভারতে আসেন বলিউডে কাজ করতে।ভারতের এক তারকা ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই বিদেশিনী।
নৃত্যশিল্পী ও মডেল অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ।নাতাশা সার্বিয়ার বাসিন্দা। নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বলিউডে নিজের জায়গা তৈরী করতে।
২০১৩ সালে প্রকাশ ঝাঁ-র ‘সত্যাগ্রহ’ দিয়ে ছবির মাধ্যমে বরপর্দায় আসেন নাতাশা স্তানকোভিচ।সেই ছবিতে অনেক বড়ো বড়ো অভিনেতার সঙ্গে কাজ করেছেন নাতাশা।’সত্যাগ্রহ ‘ছবিতে রয়েছেন অজয় দেবগন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, অর্জুন রামপালের মত অভিনেতারা।
এছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে বহু অ্যাড ফিল্মেও দেখা গিয়েছে নাতাশাকে।এরপর ‘নাচ বালিয়ে’ তে আসেন নাতাশা।তবে কাজের থেকে তার প্রেম নিয়েই বেশি চৰ্চা হয়েছে।নাচ বালিয়ে তে তার সঙ্গে হাজির হন অলি গনি।প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে।এর পরেই তাদের মধ্যে ব্রেকআপ হয়।
এরপর টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা হয় নাতাশার।হার্দিকের সঙ্গে নাইটক্লাবে দেখা হয় অভিনেত্রীর।এরপর সাক্ষাৎ থেকে প্রেমে হয় দুজনের।এরপর দুজনের বিয়েও হয়।তবে জল্পনা শোনা যায় বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন নাতাশা।২০২০ সালের ৩০শে জুলাই তাদের ছেলে হয়।আর গত বছর এই জুটি আবার জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন।বিদেশ থেকে ভারতে এসেছিলেন বলিউডে ছাপ ফেলতে।কাজের অছিলায় তারকা ক্রিকেটারের সঙ্গে ঘর বেঁধে ফেললেন বিদেশিনী।
Discussion about this post