অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর কার হাত ধরলেন মালাইকা! সদ্য অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে মালাইকা আরোরার।যদিও বিচ্ছেদ এর পরে এই প্রসঙ্গে কেউই কিছু জানান নি।তবে তাদের ঘনিষ্ঠরা বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছে।বিচ্ছেদের পরে কেমন আছেন মালাইকা,জানতে আগ্রহী তার অনুরাগীরা।অর্জুনের ক্ষতস্থান কে পূরণ করবে! আবারো কি নতুন কারো হার ধরেছেন অভিনেত্রী!এই নিয়ে জল্পনা তুঙ্গে।এরই মধ্যে মালাইকা কে দেখা গেল এক অনুষ্ঠানে।সেখানে পাপারাতজিরা ক্যামেরা বন্দি করেছে তাকে।পাশে ছিলেন বিশেষ একজন।তাকে নিয়েই জল্পনা চলছে ,এখন কি তাহলে অর্জুনকে ভুলে নতুন কারুর প্রেমে মজলেন মালাইকা!
কেউ কেউ বলেছে মালাইকা খুব ধার্মিক হয়েছেন।ধর্মপ্রাণ মালাইকা অনুপ্রেরণা মূলক বাণী শুনছেন।আবার কেউ বলছেন অনুপ্রেরণা মূলক বাণী শুনতে শুনতে বক্তার প্রেমে পড়েছেন মালাইকা।কিন্তু তিনি কে ? শনিবার মালাইকাকে একটি অনুষ্ঠানে দেখা যায়।সেই ইভেন্টে অনেক নায়িকা,মডেল,বিনোদন জগতের অনেকেই উপস্থিত ছিলেন।মালাইকা সেই ইভেন্টে নজর করেন।পরনে ছিল সাদা গাউন।হালক মেকাপ।ক্যামেরা বন্দি হয়েছেন মালাইকা।সেখানেই তাকে বিশেষ এক ব্যক্তির সাথে আলাপচারিতায় দেখা গেছে।তিনি ছিলেন গৌরগোপাল দাস।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার ভিডিও।অনুপ্রেরণামূলক বাণী র জন্যই তিনি জনপ্রিয়।অনুষ্ঠানে এসে সবার আগেই মালাইকা সঙ্গে কথা বলেন তিনি।মালাইকা পাশে বসার জায়গা করে দেন।আর সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছে পাপারাতজিরা।তাহলে কি এবার মালাইকার মনের ক্ষত সারাবে অনুপ্রেরণামূলক বাণী!সবটাই সময় বলবে।
Discussion about this post