সম্পর্কে ইতি টানলেন অর্জুন মালাইকা।মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সন্পর্ক বিতর্কের সৃষ্টি করেছিল।অসম বয়েসী প্রেম বলে অনেক সমালোচনা হয়েছিল।যদি ও কেউ তাতে কান দেননি।প্রেমেই মজে ছিলেন তারা। আরবাজের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে মালাইকার।এরপর অর্জুনের সঙ্গেই প্রেম করছিলেন তিনি। ২০১৭ সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা অরোরা।
বড় পর্দায় এখন খুব একটা দেখা যায়না মালাইকা কে। তবে রিয়েলিটি শো য়ে বিচারকের আসনে জনপ্রিয় তিনি।তার পোশাক,ব্যক্তিত্ব, প্রেম জীবন হাঁটার ধরণ সব কিছুই নিয়েই আলোচনা হয়। আর এই সব কিছুই উপভোগ করেন মালাইকা।অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে কম কাটাছেড়া হয়নি।এবার বিচ্ছেদ খবর শিরোনামে। আর এই খবরে শিলমোহর দিয়েছে মালাইকার একাধিক ঘনিষ্টরা।
মালাইকা ও অর্জুনের এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যম জানিয়েছে, “মালাইকা আর অর্জুনের স্পেশাল সম্পর্ক। তাঁরা দুজনেই একে অপরের হৃদয়ে একটা অন্য জায়গা জুড়ে রয়েছে। যৌথ সিদ্ধান্তেই একে অপরের থেকে আলাদা হয়েছে। আর এই খারাপ সময়ে তাঁরা চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ওঁরা চায়নি কোনও তৃতীয় ব্যক্তি এঁদের মধ্যে আসুক বা সম্পর্ক নিয়ে কথা বলুক”।
যদিও বিচ্ছেদ নিয়ে মালাইকা অর্জুন কেউই মুখ খোলেননি।একসাথে না থাকতে পেরে বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন তারা। অশান্তি বা ঝামেলা না করে একে অপরের প্রতি সম্মান দেখিয়ে জীবনের আলাদা পথ বেছে নিয়েছেন তাঁরা।
Discussion about this post