মদ্যপ হয়ে মুম্বইয়ের রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন রবিনা টন্ডন। বেসামাল হয়ে গাড়ি নিয়ে ধাক্কা মারেন পথচারীদের।সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে চড়াও হন তিন মহিলা পথচারী।একজনের কান থেকে রক্তপাত ও হয়েছে।তাঁদের দাবি, অভিনেত্রীর গাড়ি নাকি ধাক্কা দিয়েছে তাঁদের।শুরু হয় বচসা।রাস্তায় দাঁড়িয়ে অভিনেত্রীর বচসা দেখতে ভীর জমে যায়।কেউ কেউ আবার গোটা ঘটনা ক্যামেরাবন্দি করছিলেন।
শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড মুম্বইয়ের রাস্তায়।ঘটনাটি ঘটে মুম্বইয়ের কার্টার রোডে রিজভি কলেজের কাছে।
গাড়ি নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়েছিলেন অভিনেত্রী।হঠাৎ বেশ কয়েকজন মাঝ রাস্তায় তার গাড়ি থামান।ধাক্কা মারার অভিযোগে চড়াও হন গাড়ির ওপর।তৎক্ষণাৎ গাড়ি থেকে বেড়িয়ে আসেন রবিনা।মাঝরাস্তায় শুরু হয়ে বচসা।অভিনেত্রী কে মারতে তেরে গিয়েছিলেন একজন।ভয় পেয়ে যান রবিনা।তিনি বলেন,‘‘ ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।’’
রবিনার গাড়িতে ধাক্কা লেগে এক মহিলার কান থেকে রক্তপাত হয়েছে।এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনাস্থল থেকে কাছেই ছিল খার থানা।সেখানেই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মহিলারা।
Discussion about this post