শোকের ছায়া নেমে এল রচনা ব্যানার্জীর পরিবারে।লোকসভা নির্বাচন চলছে।এবার জোড়াফুল শিবিরের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।দিদি নং ওয়ানের মঞ্চ থেকে সোজা রাজনীতির মঞ্চে পদার্পন হয়েছে তার।মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণা।মাননীয়ার কথায় রাজনীতিতে পা দিয়েছেন রচনা।আর রাজনীতিতে এসেই সোজা লোকসভার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি।হুগলির তৃণমূল প্রার্থী রচনা।হুগলি কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে।এখন অপেক্ষা ভোটের ফলাফলের।যদিও রচনা জেতার ব্যাপারে একশো শতাংশ আত্মবিশ্বাসী।তবে এবার খানিক টা ভেঙে পড়েছেন তিনি।
রেজাল্টের আগেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের এক সদস্য প্রয়াত হয়েছেন।জানা যাচ্ছে বৃহস্পতিবারই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর শাশুড়ি।ভোট আবহে অঘটন ঘটে গেল রচনার পরিবারে।এই মুহূর্তে শোকে পাথর হয়েছেন রচনা ও তার স্বামী।ভোটের প্রচারে তার স্বামীকেও পাশে দেখা গিয়েছিল।মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে রচনার সঙ্গে গিয়েছিলেন তাঁর স্বামী প্রবাল বসু।রচনার সঙ্গে তার স্বামীর আইনি বিচ্ছেদ না হলেও তাদের সম্পর্কে চির ধরেছে।ছেলের মুখের দিকে তাকিয়ে ডিভোর্স দেননি রচনা।মনোনয়ন জমা দেওয়ার সময় রচনার পাশে ফ্রেমবন্দি হয়েছিলেন তাঁর স্বামী৷
এতদিন নির্বাচন নিয়েই ব্যস্ত ছিলেন রচনা।এবার ফলাফলের আগেই পরিবারে দুসংবাদ।গত বছরেই বাবাকে হারিয়েছিলেন নায়িকা।সেই শোক এখনো ভুলতে পারেননি।এরই মধ্যে আবারো এক বিপদ ঘটে গেল।শাশুড়িমা প্রয়াত হলেন। শোকস্তব্ধ গোটা পরিবার।
Discussion about this post