ছবির নাম ম্যাডাম সেনগুপ্ত। হত্যা রহস্যের প্রেক্ষাপটেই তৈরি হতে চলেছে এই ছবি। ছবির নাম শুনেই আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছেন, এই ছবির মুখ্য ভুমিকায় কে অভিনয় করছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ম্যাডাম সেনগুপ্ত ছবির মুখ্য ভুমিকায় অভিনয় করছেন নব্বই দশকের সুপার হিট নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। পার্শ্বচরিত্রে অভিনয় করবেন পরিচালন অভিনেতা কৌশিক সেন ও অভিনেতা রাহুল বোস। প্রায় ২৪ বছর পর আবারও একই ফ্রেমে আসতে চলেছে রাহুল – ঋতুপর্ণা। শুক্রবার থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে । ছবি শ্যুটিংএর প্রথম দিনেই ঋতুপর্ণার সঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা গেল পরিচালক অভিনেতা কৌশিক সেনকে। সূত্রের খবর, এই ছবির শ্যুটিং এর জন্য ইতিমধ্যেই শহরে পৌঁছেছেন অভিনেতা রাহুল বোস। সোমবার থেকে ঋতুপর্ণার সঙ্গে শ্যুটিং শুরু হবে তাঁর।
সম্প্রতি অভিনেতা রাহুল বোস এই ছবির শ্যুটিং প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ঋতুর সঙ্গে আমার প্রথম ছবি ‘অনুরণন’। প্রায় ২৪ বছর পর আবারও ঋতুর সঙ্গে কাজ করছি। যেহেতু বাংলা ছবি, তাই শিল্প – সংস্কৃতির ছোঁয়া থাকবে না, তা কি করে হয়। অন্যদিকে, এই ছবিতে ঋতু আর আমি খুব ভালো বন্ধু। রহস্য উদ্ঘাটনের পথেই একসঙ্গে হাঁটব আমরা। এই ছবির পরিচালক সায়ন্তকা ঘোষাল। এই ছবির মুখ্য ভুমিকায় অর্থাৎ কার্টুনিস্টের চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা। সেই সঙ্গে খুনের কিনারার রহস্যও করবেন তিনি।তবে রহস্যের পাশাপাশি ডিভোর্সি ম্যাডাম সেনগুপ্তের স্বামী নিঁখোজ। নিঁখোজ স্বামীর রহস্যের কিনারা করতেই মাঠে নেমেছেন ঋতু। শেষ মুহুর্তে কি হয়, জানতে হলে অবশ্যই ছবির মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
ব্যুরো রিপোর্ট…
Discussion about this post