ছোট বেলায় ‘শক্তিমান’ টিভি শো দেখেননি এমন মানুষ খুবই কম আছে। আর এবার সেই শক্তিমান ছবির পরিপ্রেক্ষিতে তৈরি আরেকটি ছবিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। রণবীর সিং হবেন পরবর্তী শক্তিমান। এই খবর আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু মুকেশ খান্না স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে রণবীর সিং এর জন্য উপযুক্ত নয়। অন্যদিকে একটি খবর সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছিল যে, রণবীর সিংমুকেশ খান্নার অফিসে তাঁর সঙ্গে দেখা করতে গেছিলেন। ভক্তেরা যেটা আশঙ্কা করছিল, মুকেশের ছবিতে যাতে রণবীর সিং কে কাস্ট করা যায় সেই বিষয়ে বোঝাতে মুকেশ খান্নার অফিসে পৌঁছেছিলেন রণবীর। শনি পিকচার্সে মুকেশ খান্না অভিনীত নয়ের দশকের হিট সুপারহিরো শো শক্তিমান। এই ছবির উপর ভিত্তি করেই ২০০-৩০০ কোটি টাকার আরেকটি ছবি তৈরির পরিকল্পনা করা হয়েছিল ২০২২ সালে। সেই ছবিতে শক্তিমানের ভূমিকায় রণবীর সিং কে দেখা যাবে এমনটাই শোনা গেছিল।
ছবি তৈরির পরিকল্পনা আসলেই, তার সাথে আসে ছবির কাস্টিংয়ের কথা , এ বিষয়ে মুকেশ খান্নাকে জিজ্ঞাসা করলে তিনি সরাসরি জানান, রণবীর এই ছবির শক্তিমানের ভূমিকার জন্য উপযুক্ত নয়।একটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎ করে তিনি সরাসরি জানিয়েছিলেন , লোকেদের জানা উচিত আমি ‘শক্তিমান’ চরিত্রের জন্য রণবীরকে অস্বীকৃতি জানিয়েছিলাম। তবে তিনি এও বলেছেন, এই বিষয়ে সোনির প্রতিক্রিয়া কী সেটাই জানার অপেক্ষায় রয়েছি।
তাছাড়াও শক্তিমানের চরিত্রে পোশাক ছাড়া রণবীরের ফটোশ্যুটকে শিশুসুলভ ও বলে কটাক্ষ করেছিলেন। যা নিয়ে রণবীরের ও প্রতিক্রিয়া মিলেছিল, এবং রণবীর ভক্তরাও মুকেশ খান্নার প্রতি ক্ষোভ দেখিয়েছিলেন, সমাজ মাধ্যমে।
অন্যদিকে, শক্তিমান চরিত্রের অন্যতম জনপ্রিয় চরিত্র মুকেশ খান্না ইউটিউবে এসে ও শক্তিমান চরিত্রে রণবীরের কাস্টিং – র বিরুদ্ধে মুখ খোলেন, তিনি বলেন, রণবীর যদি তার শরীর দেখতে চায় তবে অন্য কোনো দেশে গিয়ে রণবীরের বাস করা উচিত। ফিনল্যান্ড বা স্পেনের মত সেখানে নগ্নতা বাদী ক্যাম্প আছে। তিনি বলেন, এমন ছবি করুন যেখানে আপনি আপনার নগ্নতার দৃশ্য দেখতে পারবেন।
অন্যদিকে শোনা যাচ্ছে মুকেশ খান্না কে বোঝাতে সত্যম হাউজিং সোসাইটির কান্দিভালি ইস্টের অফিসে পৌঁছেছিলেন অভিনেতা রণবীর সিং। যদিও মুকেশ খান্না বারংবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিলেন শক্তিমানের কাস্টিংয়ের জন্য রনবীর সিং যোগ্য নয়।
শক্তিমান নামক জনপ্রিয় ‘ শো ‘ এর মাধ্যমে অভিনেতা মুখেশ খান্না বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। এমনকি এই ‘ শো ‘ তে ভীষন ভালো মানিয়ে ছিল তাকে। অভিনয় ও ছিল দুর্দান্ত।১৯৯৭ সালে শুরু হওয়া এই ‘শো’টি ২০০৫ সালে হঠাৎ বন্ধ হয়ে যায়। শোনা যায়, টাকা-পয়সা নিয়ে মুকেশ খান্না এবং দূরদর্শনের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল।যদিও শক্তিমান নিয়ে তৈরি নতুন ছবিতে রণবীর সিংয়ের কাস্টিং নিয়ে বরাবরই সোচ্চার হয়েছেন মুকেশ খান্না।
Discussion about this post