পরনে কালো শার্ট-প্যান্ট। মাথায় কালো ব্যান্ডানা। গলায় রুদ্রাক্ষের মালা! চোখে রোদ চশমা। হাওড়া ব্রিজে এমনই লুকে ধরা দিলেন বলিউডের হার্টথ্রব। শ্যুটিংএর জন্য সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসেছেন বলি নায়ক কার্তিক আরিয়ান। কারন, ভুলভুলিয়া ৩ ছবির শ্যুটিং এর জন্যই কলকাতায় এসেছেন তিনি। জানা যায়, কলকাতাতেই হবে এই ছবির বড় অংশের দৃশ্যের শ্যুটিং। সোমবার বিমানবন্দর থেকে বেড়িয়ে গন্তব্যে যাওয়ার পথে আরিয়ানের চোখে পড়ে লেকটাউনের বড় ঘড়ি। এমন ঘড়ি তিনি লন্ডনে দেখেছেন। তবে কলকাতায় এই বিগ বেন দেখে মুগ্ধ হয়েছেন তিনি। সেই ছবি নিজের ইনস্টাতে পোস্টও করেন খোদ অভিনেতা।
একইসঙ্গে তিলোত্তমায় এসে মুগ্ধতার বার্তাও ইনস্টায় প্রকাশ করেন তিনি। অভিনেতা আসার আগে শহরে এসেছেন ছবির পরিচালক আনিস বাজমি। অন্যদিকে, সোমবার অভিনেতা কার্তিক শহরে আসার আগে কলকাতার বেশ কয়েকটি জায়গা শ্যুটিংএর জন্য রইকি করতেও দেখা যায় পরিচালককে। এই ছবিতে কার্তিকের নাম রুহ্ বাবা। মঙ্গলবার কাকভোরে হাওড়া ব্রিজে বাইকে করে শ্যুটিং করছেন রুহ্ বাবা। শটের ফাঁকে অভিনেতাকে ক্যামেরার উদ্দেশে এই ছবিতে ব্যবহৃত দুই হাতের পরিচিত ভঙ্গিতে পোজ দিতেও দেখা গিয়েছে তাঁকে। শুরুতে হাওড়া ব্রিজে নিত্যযাত্রীরা শুটিংয়ের বিষয়টি বুঝতে পারলেও সেখানে কোনও বলিউড অভিনেতা যে উপস্থিত থাকবেন, তা টের পাননি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের কাছে বিষয়টি স্পষ্ট হয়। তবে শুটিং চলাকালীন ইউনিটকে ঘিরে রেখেছিল কড়া নিরাপত্তা। হাওড়া ব্রিজে শুটিং চলল প্রায় এক ঘণ্টা। হাওড়া ব্রিজের পরেই মল্লিক ঘাটের ফুল মার্কেটে কার্তিককে নিয়ে কিছু দৃশ্যের শুটিং সারে ইউনিট। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরবর্তী লোকেশন ছিল লাহাবাড়ি।
শোনা যাচ্ছে, ছবির জন্য শ্যুটিং এর তালিকায় নাম রয়েছে পার্ক স্ট্রিটের গোরস্থানও। ভুলভুলাইয়ার পর ভুলভুলাই ৩, এই ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে বিদ্যা বালানকে। বিদ্যার সঙ্গে এই ছবিতে থাকবেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। তবে কলকাতায় যেদিনগুলিতে ছবির শ্যুটিং হবে সেইদিনগুলি তাঁরা উপস্থিত থাকবেন না বলে খবর। শ্যুটিংএর দৃশ্য স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লেখা,‘kolkata how-rah you’। এর মাঝেই চেখে দেখলেন কলকাতার নানা রকমের খাবার দাবার। বুধবার দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বাইকে চড়ে শ্যুটিং করছিলেন কার্তিক। এরই মাঝে পৌঁছে গেলেন পার্ক স্ট্রীটের ঐতিহ্যবাহী ফ্লুরিজে। সেখানে গিয়ে চেখে দেখলেন নানা খাবার। কলকাতায় এসে বার বার মুগ্ধতা প্রকাশ করেছেন কার্তিক আরিয়ার। অভিনেতা ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে তা পরিষ্কার বোঝা যাচ্ছে।
Discussion about this post