রবিবার, মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহিল খান। ছত্তিশগড় থেকে অভিনেতাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। অভিনেতার গ্রেফতারির।জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিনেতা সাহিল খান গ্রেফতারি এড়াতে ৪ দিনে ৬ রাজ্যে পালিয়ে বেড়িয়েছেন। প্রথমে গোয়ায় তারপর সেখান থেকে কর্ণাটক এবং সেখান থেকে পালিয়ে যান হুব্বাল্লি শহরে। অবশেষে ব্যক্তিগত গাড়িতে হায়দ্রাবাদ পৌঁছন। হায়দ্রাবাদে থাকাকালীন পুলিশ সাহিলের লোকেশন ট্র্যাক করে ফেলে। যার ফলে হায়দ্রাবাদ ছেড়ে ছত্রিশগড় পালিয়ে যান সাহিল খান। ছত্তিশগড়ের জগদলপুরে আরাধ্যা ইন্টারন্যাশনাল নামে একটি হোটেলে গিয়ে ওঠেন অভিনেতা। কেন ৭২ ঘন্টা খোঁজ চালানোর পর সেই হোটেল থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সাহিলকে গ্রেফতার করার সময় তাঁর থেকে দুটি মোবাইল ও কিছু নগদ বাজেয়াপ্ত করা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মহাদেব বেটিং অ্যাপ নামে একটি জুয়ার মামলা চলছিল। ওই অ্যাপের মাধ্যমে তাস, কার্ড, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল এবং ক্রিকেট ম্যাচ নির্ভর জুয়া খেলা হত বলে অভিযোগ। দেশের একাধিক বড় বড় রিয়েল এস্টেট সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে বলেই দাবি তদন্তকারীদের। সবমিলিয়ে এখনো পর্যন্ত প্রায় ১৫০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় বেআইনি ভাবে মহাদেব অ্যাপের মাধ্যমে IPL ম্যাচ সম্প্রচারের অভিযোগও রয়েছে। এই অ্যাপের বিজ্ঞাপনে কাজ করার জন্য সম্প্রতি অভিনেত্রী তমন্না ভাটিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা।
তিনি বলিউডের কিং খান। তার নামে এখনও হলে মানুষ সিটি মারে। তাঁর সিনেমা মানেই সুপার-ডুপার হিট। পরবর্তী সিনেমার জন্য মুকিয়ে...
Read more












Discussion about this post