চার বছর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। আজও মৃত্য রহস্য নিয়ে কাটাছেড়া হয়। ভক্তরা আজও তার কথা মনে রেখেছেন। মুম্বইয়ের অভিজাত আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই অভিজাত আবাসনেই থাকছেন অভিনেত্রী অদা শর্মা।
গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’-র সৌজন্যে চর্চিত নাম অদা শর্মা। অভিনয়ের জন্য শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে সুশান্তের ঐ আবাসন টি ভাড়া নিয়েছেন অভিনেত্রী।কেমন লাগছে সেখানে থাকতে!নিজেই জানালেন অভিনেত্রী অদা শর্মা।
সুশান্ত সিং রাজপুত দীর্ঘদিন থেকেছেন এই ফ্ল্যাটে।নিজের মনের মত করে সাজিয়েছিলেন ফ্ল্যাটটি।মুম্বইতে বান্দ্রা এলাকার জগার্স পার্কে সেই ফ্ল্যাট।প্রতি মাসে চার লক্ষ টাকা ভাড়া দিতেন সুশান্ত। ২০২০ সালের জুন মাসে মৃত্যু হয়েছে অভিনেতার।ঝুলন্ত দেহ উদ্ধার হয়ে এই ফ্ল্যাট থেকেই।এবার নাকি সেই ফ্ল্যাটেই থাকছেন অদা।
দীর্ঘ চার মাস ধরে চার কামরার এই ফ্ল্যাটে রয়েছেন অদা।শোনা যাচ্ছে ভারা দিতে বর অংকের টাকা গুনতে হচ্ছে অদা কে।অদার কথায়, ‘‘মাঝে আমি নিজের ছবির প্রচার ও অন্য কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। তবে চার মাস হল আমার নিজের সংসার গুছিয়ে নিয়েছি সেখানে। আমি বাড়ি নিয়ে বড্ড খুঁতখুঁতে। যেখানে আমি ইতিবাচক পরিবেশ পাই না, সেখানে থাকতে পারি না। আমি বরাবর প্রকৃতির মধ্যে বড় হয়েছি। পাখির আওয়াজ গাছ, এ সবের মাঝে। তাই মুম্বই শহরে তেমনই একটা বাড়ি খুঁজছিলাম।’’
সুশান্ত থাকাকালীন এই ফ্ল্যাট টি তিনি নিজের মত করে সাজিয়েছিলেন। এবার অদা এসে বেশ কিছু বদল এনেছেন তিনি।নিচে রয়েছে শোবার ঘর ও ঠাকুর ঘর।উপরে একটি মিউসিক রুম। আর ছাদে বাগান। আগামী পাচ বছর এই আবাসনেই থাকবেন অদা।
Discussion about this post