কঙ্গনাকে চর মারার অপরাধে চাকরি গেলে জওয়ান কে নতুন চাকরি দেবেন বিশাল দাদলানি।বিখ্যাত সুরকার বিশাল দাদলানি এই আশ্বাস দিয়েছেন কুলবিন্দর সিংকে।তাহলে কি কঙ্গনার ওপর ক্ষোভ রয়েছে বিশালের ও।
সম্প্রতি বিমানবন্দরে কঙ্গনাকে চর মারার ঘটনায় উত্তাল দেশ।মান্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন কঙ্গনা।বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন।নবনির্বাচিত সাংসদ কঙ্গনা।বিমানবন্দরে পা দিতেই সিআইএসএফ জওয়ান সপাটে চর কশান কঙ্গনাকে।জানা যায় কৃষক আন্দোলন সম্পর্কে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্দ হয়েছিলেন ঐ জওয়ান।তারই প্রতিশোধ নিতে চড় মেরেছেন তিনি।
এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অনেক বলিউড তারকা।দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেবলীনা ভট্টাচার্য।কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন রবিনা টন্ডন।এদিকে বিশাল দাদলানি তিনি অভিযুক্ত মহিলা জওয়ানের পাশে দাঁড়িয়েছেন।
সমাজমাধ্যমে ঘটনার ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “কোনও রকম হিংসার ঘটনা সমর্থন করি না আমি। কিন্তু নিরাপত্তারক্ষীর রাগের কারণ বুঝতে পারছি।”
এর থেকে বোঝা যায় কুলবিন্দরের সঙ্গে সহমত বিশাল।কঙ্গনার মন্তব্যে তিনিও ক্ষুব্ধ হয়েছেন।চড় কান্ডে ঐ জওয়ানের চাকরি গেলে তাকে নতুন চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশাল দাদলানি।চাকরি গেলে তার জন্য নতুন চাকরির ব্যবস্থা করে রেখছেন বিশাল।নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট এ জানিয়েছেন সুরকার।পোস্ট শেষে তিনি লিখেছেন,“জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিসান।”
Discussion about this post