ফোন করে সলমন খান তাকে হুমকি দিতেন। অভিনেতা বিবেক ওবেরয়ের সাথে ভাইজান সলমন খানের দীর্ঘদিনের দ্বন্দ্ব সবার জানা। সাথিয়া, প্রিন্স, মাস্তি একের পর এক সিনেমা করেছেন তিনি। কিন্তু মাঝ পথে তিনি তার ক্যারিয়ার থেকে সরে এসেছিলেন। এ বিষয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা বিবেক ওবেরয়-এর বাবা সুরেশ ওবেরয়। তিনি অভিযোগ করেন, অনেক কঠিন সময় এসেছে তার ছেলের বিবেক ওবেরয়-এর জীবনে, কিন্তু সেই মুহূর্তে সে নিজেকে খুব কষ্টে সামলে নিয়েছিলেন। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেই সময় নিজেকে সামলাতে পারতনা। এমনকি সেই কঠিন সময়ে সলমন খান তাকে ফোন করে বিভিন্ন হুমকি দিতেন। অভিনেতা বিবেক ওবেরয়ের পিতা সুরেশ ওবেরয় আরও বলেন, ওর শক্তি ছিল বলেই ও কঠিন সময়ে নিজেকে সামলে নিতে পড়েছে। ওর বিরুদ্ধে সবাই চলে গিয়েছিল। সংবাদমাধ্যম থেকে শুরু করে, ইন্ডাস্ট্রির সকলে ওর বিরুদ্ধেই কথা বলতো। কেউ সলমন খানকে নিয়ে সমালোচনা করেনি। মাঝ পথে সে হয়তো তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু আসতে আসতে সময় যত এগিয়েছে সে নিজেকে সামলে নিয়েছে। অন্য কোনো ব্যক্তির সাথে এরকম হলে সে হয়তো মদ্যপান করেই নিজের জীবন শেষ করে দিত। তিনি আরও জানান, কেউ দ্রুত সাফল্যের দিকে এগোলে তার সাফল্য অনেকেই সহ্য করতে পারেনা।
বি-টাউনে সলমন খানের সঙ্গে অভিনেতা বিবেক ওবেরয়ের ঝামেলার কথা সবারই কম বেশি জানা। কিন্তু অভিনেতার জীবনে যে এত বড় ঝড় এসেছিল তা হয়তো অনেকেরই জানা নেই। বলিউড বিখ্যাত অভিনেতা ও সবার পরিচিত ভাইজান ওরফে সলমন খানের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই-এর এক সময় প্রেমের সম্পর্ক ছিল তা সকলেরই জানা। কিন্তু সেই প্রেমের সম্পর্ক বিচ্ছেদে পরিণতি পায়। সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে মাঝে মধ্যেই জোর চর্চা হয়। সেই বিচ্ছেদের পর বিবেক ওবেরয় -র সাথে ঐশ্বর্য্য রাইয়ের সম্পর্ক গড়ে ওঠে বলে অনেকেই মন্তব্য করেছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত। যা ঘিরেই অভিনেতা বিবেক ওবেরয়ের জীবনে ঘটেছিল বড় বিপর্যয়। এক সময় মাঝ রাতে ভাইজানের তরফ থেকে তাকে ফোন করে বিভিন্ন হুমকি দেওয়া হত। আর সেই কারণেই একঘরে হয়ে পড়েছিলেন তিনি।
সাংবাদিকদের সামনে একাধিক বার তিনি এ বিষয়ে মুখও খুলেছিলেন। এমনকি একটি অ্যাওয়ার্ড শো -তে সলমন খানের কাছে অভিনেতাকে ক্ষমাও চাইতে হয়েছিল। বহু অন্ধকার সময় কাটাতে হয়েছে তাকে। তবুও ইন্ডাস্ট্রি সহ সাংবাদিক ও মানুষজনের কাছে তিনিই দোষী প্রমাণিত হয়েছিলেন। যার প্রভাব পড়েছিল তার ক্যারিয়ারে ।
Discussion about this post