বলিউডের নামজাদা অভিনেতা শত্রুঘন সিনহা এখন রাজনীতিতে সক্রিয়।আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছে শত্রুঘন। তার মেয়ে সনাক্ষী ও দাপিয়ে বেড়াচ্ছে বলিউডে।সোনাক্ষী ও কি রাজনীতিতে নামতে চলেছেন?বাবার রাজনীতি নিয়েই বা তার কি ধারণা! সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর জন্য খবরে রয়েছেন সোনাক্ষী।এই সিরিজে তাঁকে ফরিদান চরিত্রে দেখা গিয়েছে।ট্রেলার রিলিসের সঙ্গে সঙ্গেই সারা ফেলেছে।নতুন চরিত্রের প্রশংসা পাচ্ছেন দর্শক মহলে।আজকাল এই সিরিজের প্রচারে রয়েছেন অভিনেত্রী।
প্রচারের সময়,এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নকরা হয়।যার জবাব দিয়েছেন অভিনেত্রী।মুখ খুলেছেন বাবা শত্রুঘন সিনহার রাজনীতি নিয়েও।কিন্তু কি বলেছেন তিনি! সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা বলিউডে একটা সময় দাপিয়ে বেরিয়েছেন।একের পর এক সুপার হিট ছবি দিয়েবললেন।িনি।আর এখন রাজনীতিতে সক্রিয় শত্রুঘন সিনহা।তাই সোনাক্ষী ও বাবার দেখানো পথই অনুসরণ করবে কিনা,এই নিয়ে কৌতূহল অনুরাগীদের মনে।এবার সেই প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।যা শুনে সবাই হতবাক।
রাজনীতিতে নামবেন সোনাক্ষী সিনহা?
এই প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, ‘না। কখনও না।কারণ তখন সেখানেও আপনারা স্বজনপ্রীতির কথা বলতে শুরু করবেন।অভিনেত্রী বলেন, তিনি খুব প্রাইভেট ব্যক্তি। তিনি তাঁর বাবার মতো ‘পাবলিক পার্সন’ নন। তাছাড়া রাজনীতিবিদ হওয়ার মতো গুণও তাঁর নেই। তিনি বলেন, মানুষকে কিছু বলার আগে তাদের নিজেদেরই জানা উচিত কী ভাবে তাদের কাছে পৌঁছাতে হয় এবং উভয়ের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত।
রাজনীতি নিয়ে সোনাক্ষীর কি ধারণা তাও স্পষ্ট জানিয়েছেন।এছাড়া বাবা রাজনীতিবিদ হিসাবে কেমন তাও বললেন।
সোনাক্ষী বলেন, ‘কমেডি একপাশে, আমার মনে হয় না যে আমি কখনও এটা করব। কারণ, আমি আমার বাবাকে এক্ষেত্রে দেখেছি। আমি মনে করি না এর জন্য আমার প্রতিভা রাজনীতি করার মতো।আমার বাবা মানুষের খুব প্রিয় এবং তিনি তাদের প্রিয় মানুষ। আমি খুব ব্যক্তিগত জীবন কাটাতে পছন্দ করি। এবং এক্ষেত্রে আপনাকে জনগণের মানুষ হতে হবে। আপনাকে সর্বদা তাদের জন্য থাকতে হবে। ভাবতে হবে। আমি আমার বাবাকে দেখেছি, তাই আমি মনে করি না যে এই জিনিসটা আমার মধ্যে আছে।
সোনাক্ষী সিনহা আরও বলেন, ‘রাজনীতিবিদ হতে হলে আপনাকে কারও কাছে আবেদন করতে হবে। মানুষের সমস্যা বুঝতে হবে এবং আপনার নিজের সমস্যা হিসেবে নিতে হবে। আমি আমার বাবাকে এমন কাজ করতে দেখেছি। আমি যখন এই সম্পর্কে চিন্তা করি, তখন আমার মনে হয় যে এই সমস্ত গুণাবলী আমার মধ্যে নেই। তাই আমি যা করছি তার উপর ফোকাস করতে চাই। সঞ্জয় লীলা বনসালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নেটফ্লিক্সে ১ মে মুক্তি পেয়েছে।’
বাবা রাজনীতিতে নামলেও মেয়ে অভিনয় নিয়ে থাকতে চান।বাবার রাস্তায় হাঁটার কোনো ইচ্ছা নেই সোনাক্ষীর।
Discussion about this post