১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া লাহোর চুক্তি ভেঙেছিল পাকিস্তানই। এ কথা এবার স্বীকার করেই নিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ। তিনি ২৫ বছর পর চুক্তি ভাঙার দায় পাকিস্তানের, এটা কার্যত স্বীকার করে নিলেন। এর অর্থ, কার্গিল যুদ্ধ বাঁধানোর যাবতীয় দায় তিনি তৎকালীন পাক সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফের ঘাড়েই চাপিয়ে দিলেন।
মঙ্গলবার পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার ২৬তম বার্ষিকী উপলক্ষে একটি সভায় ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নাওয়াজ সরিফ। পিএমএল-এর ওই সভায় নিজের ভাষণে তিনি বলেন, ১৯৯৯ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লাহোর চুক্তি হয়েছিল, তা ভেঙেছিল পাকিস্তানই। তিনি সাফ জানিয়েছেন, হ্যাঁ, ভুলটা আমাদেরই ছিল। এমনকি, কার্গিল যুদ্ধ যে পারভেজ মুশারফের কারণেই হয়েছিল, তাও কার্যত স্বীকার করে নিয়েছেন নাওয়াজ। তিনি বলেন, ১৯৯৮ সালে পাকিস্তান পরপর পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। এর পরের বছরই ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী পাকিস্তানে এসে লাহোর চুক্তি সাক্ষর করেন। কিন্তু পরবর্তী সময়, সেই চুক্তি পাকিস্তানই ভেঙেছিল। যার ফলে কার্গিল যুদ্ধ হয়েছিল। এটা আমাদেরই ভূল ছিল।
উল্লেখ্য, ১৯৯৮ সালে মে মাসে পরপর পাঁচটি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল। যা নিয়ে গোটা বিশ্ব সরব হয়। পরের বছরই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী পাকিস্তানের লাহোরে পৌঁছে একটি চুক্তিতে সাক্ষর করেন। পরে ভারত এবং পাকিস্তান একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করে। তাতে বলা হয়েছিল, দুই দেশ শান্তি বজায় রাখবে, নিরাপত্তা সুনিশ্চিত করা, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা ইত্যাদি। কিন্তু আদতে দেখা যায়, পাকিস্তানই এই চুক্তি মানেনি। চুক্তি সাক্ষরের কয়েকমাসের মধ্যেই কাশ্মীরের কার্গিল সেক্টরে ঢুকে পড়ে জেহাদি সংগঠনগুলির জঙ্গিরা। পাক রেঞ্জার্স বাহিনীও তাঁদের মদত দেয়। ফলে এই ঘটনার জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যদিও ভারতীয় সেনাবাহিনীর বিক্রমে ইসলামাবাদ নতিস্বীকার করে। এই যুদ্ধের ২৫ বছর পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ দায় পাকিস্তানের বলেই স্বীকার করে নিলেন।
Discussion about this post