ফের ব্যাহত মেট্রো পরিষেবা। চলতি সপ্তাহে পরপর দু’দিন বন্ধ ছিল ইস্ট–ওয়েস্ট মেট্রো। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। জানা গেছে, যান্ত্রিক কিছু সমস্যার জন্য চলতি সপ্তাহের ইস্ট–ওয়েস্ট রুটে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। গত মঙ্গলবার সিগন্যালিং বিপত্তিতে সকাল ৭টায় নির্ধারিত সময়ে পরিষেবা শুরু করা যায়নি। পরে বিপত্তি সামলে পরিষেবা শুরু করতে প্রায় ৮টা বেজে যায়। বুধবারেও একই অবস্থা। বুধবার সকালে সেন্ট্রাল পার্ক স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় বিপত্তি দেখা দেয়। এদিন নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পরে পরিষেবা শুরু হয়। সকাল ৯টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় মেট্রোর নিত্যযাত্রীদের অনেকেই বিপাকে পড়েন। অফিস যাত্রীদের পাশাপাশি স্কুল পড়ুয়াদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার সমাধান প্রয়োজন বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে, আধুনিক প্রযুক্তির মেট্রো হওয়া সত্ত্বেও বিপত্তির পরিস্থিতিতে কেন ওই পথের অন্তত একাংশে পরিষেবা চালু রাখা গেল না তাই নিয়ে উঠছে প্রশ্ন। এই সিগন্যালিং সংক্রান্ত বিপত্তি সামলাতে গিয়ে ওই মেট্রোপথের সেন্ট্রাল পার্ক স্টেশনে এক মেট্রোকর্মী আহত হন। জানা গিয়েছে, মেট্রোর থার্ড রেল পরীক্ষা করতে গিয়ে ওই ব্যক্তি আহত হন। ঘটনার পর তাঁকে শিয়ালদহে বি আর সিংহ হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে এই প্রথম নয়। দীর্ঘদিন ধরে মেট্রো রেল পরিষেবায় জেরবার নিত্যযাত্রীরা। কখনো সিগন্যালিং এর সমস্যা কখনো আত্মহত্যা একাধিক ঘটনার সম্মুখীন হতে হয় স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীদের।
সম্প্রতি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে পাকরাও করেছে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ...
Read more
Discussion about this post