প্রয়াগ ফিল্ম সিটির জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়ার রাজ্যের সিদ্ধান্তে সাময়িক হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে কারখানা তৈরিতে চন্দ্রকোনা রোডে ফিল্ম সিটির জমি দিয়েছে রাজ্য সরকার। তার পরিবর্তে সৌরভ রাজ্য সরকারকে দিয়েছিল মাত্র ১ টাকা। সেই ঘটনায় জনস্বার্থ মামলা ও দায়ের করা হয়েছিল। কেন এই জমি মাত্র ১ টাকায় দেওয়া হয়, সেই প্রশ্নকে সামনে রেখে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলা করেন শেখ মাসুদ নামে এক ব্যক্তি। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলার শুনানি হয়৷ হাইকোর্টের নির্দেশ, এই মামলার বিচারের ওপর ওই জমির মালিকানা মালিকানার ভবিষ্যৎ নির্ভরশীল। যে ৩৫০ একর জমি নিয়ে বিতর্ক, তার মধ্যে ১১.২৮ একর জমি শৈলেন্দ্র তালুকদার কমিটির হাতে রয়েছে।
রাজ্যের দায়িত্ব, ওই জমির দখল পেতে কমিটির কাছে দরবার করা। এই অবস্থায় ওই জমি নিয়ে কোনওরকম ব্যবহার, বিক্রি কিছু করতে পারবে না রাজ্য। এই নিয়ে সবপক্ষের বক্তব্য হলফনামা দিতে হবে, বলেছে আদালত। ৩ সপ্তাহের মধ্যে রাজ্য হলফনামা দেবে। ৫ সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। আদালতের আরও নির্দেশ, রাজ্য, সেবি ও তালুকদার কমিটির সঙ্গে সমন্বয় করে চন্দ্রকোনার ওই জমি ফিজিক্যালি খতিয়ে দেখবে।
Discussion about this post