লোকসভা নির্বাচনের মাঝেই বাতিল হল এসএসসি গোটা প্যানেল। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ বাতিল করল ২৩৭৫৩ জনের চাকরি। একইসঙ্গে যাঁরা বেআইনি নিয়োগের ফলে চাকরি পেয়েছিলেন তাঁদের চার সপ্তাহের মধ্যে বেতনও ফিরিয়ে দিতে হবে। এবার রায়ের প্রেক্ষিতে মুখ খুললেন আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জাজমেন্ট ইস কমপ্লিটলি ইরোনিয়ার। দ্য হাইকোর্ট হ্যাস ফেইলড টু আন্ডারস্ট্যান্ড দি পয়েন্ট ইনভলভড ইন দ্য ম্যাটার। আমি খুবই আশা করি যে সুপ্রিমকোর্ট এটা ৫ মিনিটে স্টে করবে।’ এরই সাথে নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেও মনে করছেন কল্যান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ মামলার প্রথম পর্যায়ে ছিলেন না কল্যাণ বন্দোপাধ্যায়। পরে এই মামলায় চাকরিপ্রাপকদের হয়ে লড়তে শুরু করলেন তিনি। প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কল্যাণ। সিবিআই যে প্রক্রিয়ায় এসএসসি মামলার তদন্ত করেছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ।
কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...
Read more












Discussion about this post