ফের তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। ‘এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল হয়ে মেউ মেউ। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর কোন সিমপ্যাথি পাবেন না।’ আবারও মুখ্যমন্ত্রীকে কার্যত চাচা ছোলা ভাষায় ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। সোমবার পূর্ব বর্ধমানের মির্জাপুরে মাঠে প্রাতঃভ্রমণে যান দিলীপ। তারপর চায়ে পে চর্চা অনুষ্ঠানে দেওয়ানদিঘীর মোড়ে এসে মুখ্যমন্ত্রীকে উদ্দ্যেশ্যে করে বলেন, ‘ভোট হয়ে গেলেই উনি টার্গেট হন। এতদিন বাঘিনী ছিলেন এখন বিড়াল হয়ে গেছেন। তিনি কোন ভাবেই রেহাই পাবেন না। যা কর্ম করেছেন তার ফল পাবেন। নেতাদের চোর বানিয়েছেন, চোরেদের নেতা বানিয়েছেন।’ একই সঙ্গে আসানসোলের তৃণমূল প্রার্থীর শত্রুঘ্ন সিনহা কেও এক হাত নিলেন দিলীপ। প্রধানমন্ত্রীর প্লেনে চড়া নিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ বলেন, ‘প্রধানমন্ত্রী কারও বাপের টাকায় প্লেনে চড়ছেন নাকি? ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রী তার তো বাইডেনের থেকেও দামী প্লেনে চাপা উচিত।’
Discussion about this post