আগামী ২৫ তারিখ ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। সম্প্রতি কেশপুরে ভোটপ্রচারে গিয়ে আট বছর ধরে নিঁখোজ বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেই পরিবারের সঙ্গে দাঁড়িয়ে বিরোধী শিবির তৃণমূলকে তোপ দাগতেও ভোলেননি তিনি। সেই তোপ দাগতে গিয়ে নিজেই ট্রোল হলেন বিজেপির তারকা প্রার্থী। যা কিনা বর্তমানে সোশাল মিডিয়ায় দাবানল গতিতে ভাইরাল।
কেশপুরের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে ‘ভাষা হারিয়ে’ ফেলেন হিরন। যার জেরে দেদার ট্রোল-মিমের শিকার হন বিজেপি প্রার্থী। এবার এই নিয়ে মুখ খুললেন হিরণ। বিগত কয়েকদিন ধরে নেটপাড়ায় ব্যাপক গতিতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায় কেশপুরের বিশ্বনাথপুর এলাকায় দাঁড়িয়ে বলছেন, ‘আজকে এসেছি কেশপুরে। আমি জানি না কী ভাষায় বলব! আমার মনের মধ্যে কোনও ভাষা নেই।’ তাঁর এই কথা শেষ হতে না হতেই পাশ থেকে স্থানীয় এক বয়স্ক আচমকাই বলে ওঠেন, ‘বাংলা কথাই বলো না।’ আর হিরণের ভিডিওর সেই অংশটুকু নিয়েই তোলপাড় সোশাল মিডিয়া। তৈরি হচ্ছে নানা মিমও।
নেটিজেনরা বলছেন, ‘কাকা রকড, হিরণ শকড!’ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন হিরণ। বুধবার নিজের ইনস্টাগ্রামে বিজেপির তারকা প্রার্থী লেখেন, “একটি শহিদ পরিবারে গিয়েছিলাম, সবার চোখে জল! খুনের ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এই নিষ্পাপ সহজ সরল কেশপুর গ্রামের মানুষকে নিয়ে যারা ট্রোলিং করেন, তাদের হয়ে আমি এই শহিদ পরিবারের সবার কাছে ক্ষমা চাইছি।”
Discussion about this post