আর জি করে চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে গর্জে উঠেছে গোটা দেশ। দিকে দিকে প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ। মেয়েদের রাত দখলের কর্মসূচি, যা আলোড়ণ ফেলে দিয়েছে গোটা দেশে। পাশাপাশি প্রশাসনের তরফে ডুরান্ত কাপ বাতিল করা নিয়েও উত্তাল হয়েছে রাজপথ। তারইমধ্যে আর জি কর কাণ্ড নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে নেটিজেনদের একাংশ। এইবার প্রতিবাদ জানালেন স্বস্তিকা। দাদাগিরিতে আর কখনও যাবেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। কিন্তু কেন? কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? সৌরভের কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তেড়েফুঁড়ে উঠলেন স্বস্তিকা?
বরাবরই ঠোঁটকাটা অভিনেত্রী। স্পষ্ট কথা স্পষ্টতই বলে ফেলেন তিনি। আর জি কর নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন স্বস্তিকা। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে এইবার পোস্ট করলেন অভিনেত্রী। কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় আর জি কর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সংবাদমাধ্যমে। তিনি জানিয়েছিলেন, একটি ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে বিচার করা যায় না । উচিৎ নয়। তার এই মন্তব্য থেকেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও কার্যত প্রকাশ্যে এই বক্তব্যের নিন্দা করেছেন। এবার পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লিখলেন, আমি কোনওদিন দাদাগিরিতে যাইনি। আর কোনওদিন যাব না। অ্যাক্সিডেন্টলি যাব না সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। তারপর তিনি উল্লেখ করেন, রেপ এবং মার্ডার কোনও অ্যাক্সিডেন্ট নয়। এই খুন ও রেপ ইচ্ছে করে করা হয়েছে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ঘুম ভাঙবে না।
স্বস্তিকার এই পোস্টে অনেকেই সমর্থন করেছেন। তিনি বাংলার ক্রিকেটার জগতে আইকন। তাকে দেখে হাজার হাজার মানুষ উদ্ভুদ্ধ হয়। কিন্তু বাংলার আইকন যখন এমন মন্তব্য করেন, সেটা দুর্ভাগ্যজনক। লিখছেন অনেকে।
এদিকে প্রতিবাদে সামিল হয়েছেন টলিউডের তারকারাও। সেই তালিকায় রয়েচে স্বস্তিকা মুখোপাধ্যায়ও। বিভিন্ন সময়ে তাঁকে প্রতিবাদী হিসাবে দেখা যায়। এবারও তার অন্যথা হল না। গোটা দেশ যখন সোচ্চার তখন অভিনেত্রীও নিজের প্রতিবাদী কন্ঠস্বরে বলছেন জাস্টিস ফর আর জি কর।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post