তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা। গরমে হাঁসফাঁস করছে মানুষ থেকে পশুপাখি। এই পরিস্থিতিতে বেড়েছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি-র চাহিদা। গরমের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে এসি-র চাহিদা। বাজারে এক টন, দেড় টন এসি বিকচ্ছে হু হু করে। ফলে চাহিদার মোকাবিলায় জোগান কমেছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের। অনেকেই এসি কিনছেন, কিন্তু বাড়িতে ইন্সটল করতে লেগে যাচ্ছে পাঁচ থেকে সাতদিন। কোনও কোনও এলাকায় আরও বেশি সময় লাগছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আপনার বাড়িতে নিয়ে আসুন এই পোর্টেবেল এসি। যা ইন্সটল করা সম্পূর্ণ নির্ঝঞ্ঝাট। এমনকি দেওয়ালে টাঙানোর প্রয়োজন নেই। অনেকেই এই ধরনের পোর্টেবেল এসি কিনতে শুরু করেছেন।
বাজারে বিভিন্ন কোম্পানির পোর্টেবেল এসি পাওয়া যাচ্ছে। ফলে নিজেদের পকেট বুঝে কিনে ফেললেই হয়। বাড়ির যে কোনও কোনায় রাখা যায় এই এসি। দেখতে অনেকটা কুলারের মতো। দামও খুব একটা বেশি নয়। এক, দেড় টনের পোর্টেবেল এসিও পাওয়া যায় এখন। ফলে গরমে স্পিট এসি-র ডেলিভারি দিতে যত দেরি হচ্ছে ততই জনপ্রিয়তা পাচ্ছে পোর্টেবেল এসি। কোন কোন কোম্পানির পোর্টেবেল এসি কিনবেন? আসুন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়া যাক।
এই গরমে যেখানে দেড় টন এসি বেশি কার্যকর, সেখানে ব্লু স্টার কোম্পানির এক টন পোর্টেবেল এসি অনেক বেশি কুলিং দেয়।বলা যায় মেইনটেনেন্স, কুলিং সব দিক দিয়েই সক্ষম ব্লু স্টার এক টন পোর্টেবেল এসি। দামও সাধারণ এসির তুলনায় কম। বাজারে ব্লু স্টার এক টন পোর্টেবেল এসি পাওয়া যাচ্ছে ৩৩,৯৯০ টাকায়।
এছাড়া বাজারে ক্রোমা দেড় টন পোর্টেবেল এসি-র চাহিদাও খুব ভালো। টাটা কোম্পানির অনলাইন ই-কমার্স সংস্থার এই পোর্টেবেল এসি স্টাইল, কুলিং ও মেইনটেনেন্স সব দিক থেকেই সেরা। কপার কন্ডেনসার থাকায় দারুণ কুলিং পাওয়া যায়। বর্তমান বাজারে ক্রোমা দেড় টন পোর্টেবেল এসি-র দাম পড়ছে ৪৩,৯৯০ টাকা। বলা যায় স্পিল্ট এসির দুর্দান্ত বিকল্প হতে পারে এটি।
লয়েড এক টন পোর্টেবেল এসি থ্রি ষ্টার রেটিংয়ে উপলব্ধ। ফলে এটি অনেকটাই বিদ্যুৎ সশ্রয়ী। কোম্পানির দাবি অনুযায়ী, প্রায় ১৫ শতাংশ বিদ্যুৎ খরচ বাঁচাতে পারবেন এই পোর্টেবেল এসি ব্যবহার করলে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে হবে এই মডেলটি। তবে ডেলিভারি হবে খুব জলদি। দাম পড়বে ৩৯,৯৯০ টাকা। বলে রাখি এই মডেলে ব্যাঙ্ক ছাড় ও ইএমআই সুবিধা পেয়ে যাবেন।
এই জ্বালাময়ী গরমের থেকে রেহাই পেতে যারা এসি কেনার কথা ভাবছেন তাঁদের জন্য এই ধরণের পোর্টেবেল এসি একটা ভালো বিকল্প। কারণ দেওয়ালে টাঙানোর ঝামেলা নেই, ঘরের যে কোনও কোনায় রেখে দিলেই কেল্লাফতে। ঘর একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল।
Discussion about this post