চান একটা নিজের বাড়ি হোক, যেই বাড়িকে সাজাবেন আপনি আপনার মত করে । এ স্বপ্ন আমরা কে না দেখি বলুন তো? শুধু তো বাড়ি বললেই বাড়ি হয় না। তার জন্য চাই পর্যাপ্ত সামগ্রী অর্থাৎ বালি, সিমেন্ট, স্টোন চিপ, লোহার রড ইত্যাদি। তবে এবার বাড়ি বানাতে আর লাগবে না বালি । শুনে অবাক লাগছে তো ? কারণ, নদী থেকে প্রাকৃতিক বালি পাওয়া খুবই দুষ্কর। সেই সঙ্গে চোরাকারবারীরা বেঘোরে দিনের পর দিন করেই চলেছে বালি পাচার । তাই এবার বালির বিকল্প উপাদান খুঁজতে উদ্যোগী বিজ্ঞানী গবেষকরা। সম্প্রতি, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সাস্টেনেবল টেকনোলজি বিভাগের গবেষকরা বালির বিকল্প উপাদান খুঁজে বের করেছেন। কিন্তু কী সেই উপাদান? মাটি এবং কনস্ট্রাকশনের বর্জ্যের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ফ্লু গ্যাস থেকে কার্বন-ডাই-অক্সাইডকে আলাদা করে তা সঞ্চয় করার একটা উপায় বের করেছেন। এভাবেই বহুতল নির্মানে বালির বিকল্প হিসাবে এই কার্বন-ডাই-অক্সাইড। ফলে একদিকে যেমন পরিবেশে দূষণ কমবে তেমনই উপাদানের ব্যবহারও বাড়বে বলে দাবি গবেষকদের।
সম্প্রতি এক গবেষণায় চুন ও মাটির মিশ্রনের পরীক্ষায় দেখা গেছে, ৩০ শতাংশ পর্যন্ত সিমেন্টের ক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে, চুন, সুরকির থেকে মাটিতে কার্বন-ডাই-অক্সাইড বেশি জমাট বাঁধছে। যদিও এ বিষয় মুখ্য গবেষক জানিয়েছেন, বাড়ি কিংবা বহুতল নির্মাণের জন্য লো- কার্বন ফেব্রিকেটেড এই উপাদান তৈরির কাজে CO2 ব্যবহার আগামীদিনে একটি শিল্প গড়ে তুলতে পারে। তবে এটিকে কীভাবে বাজারজাত করা যায়, সেদিকেই নজর দিয়েছেন গবেষকরা।।
বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...
Read more












Discussion about this post