রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র কাঁথি। কাঁথি লোকসভা কেন্দ্রে একই নামের দুই প্রার্থীকে নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। মঙ্গলবার মনোনয়নের পর প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে গুঞ্জন। ভোটারদের আলোচনার বস্তু এখন দুই উত্তম বারিকের লড়াই। একজন তৃণমূল প্রার্থী অপরজন নির্দল প্রার্থী। দুজনের নামই উত্তম বারিক। তবে দুই জনের বাবার নাম ও ঠিকানা আলাদা। তৃণমূল প্রার্থী উত্তম বারিকের বাবার নাম বীরেন্দ্র বারিক। বাড়ি গোটসৌরি, জামুয়া শংকরপুর। এবং নির্দল প্রার্থীর বাবার নাম নারায়ণ বারিক। বাড়ি রামনগরের দামোদরপুর। নাম ও পদবী একই। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, নাম বিভ্রাটের কারণে তৃণমূল প্রার্থীর যাতে ভোটে ভাগ বসানো যায় তাই একই নামের নির্দল প্রার্থী দেওয়া হয়েছে। তবে তৃণমূল এসবে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, উত্তম বারিক পরিচিত নাম শুধু নয় পরিচিত মুখও বটে। তাছাড়া জোড়া ফুলের প্রতীকে তৃণমূলের ভোট হয়। তাই এক নামের নির্দল প্রার্থী নিয়ে ভাবার কোনও কারণ নেই।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post