সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় দেব জানিয়েছেন তার কোটি কোটি সম্পত্তির খতিয়ান। হলফনামায় উল্লেখ করা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে দেব আয় করেছেন ৪,৯৯,১৫,৭৭০ টাকা। ২০২১-২২-এ তাঁর আয় ছিল ২,৬৮,৩৫,৯৩০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ২,৮৪,৮২,১৩০ টাকা। বর্তমানে তাঁর হাতে রয়েছে ২৬,৭৫৮ টাকা। এছাড়াও রয়েছে একাধিক ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট।
যাতে জমা রয়েছে ১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার। বেশ কিছু স্কিমে বিনিয়োগ করেছেন তিনি। সব মিলিয়ে দেবের মোট ফিক্সড ডিপোজিট ৯ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন ২ কোটি ১৫ লক্ষ।হলফনামা অনুযায়ী, দেবের কাছে বর্তমানে একটি মার্সিডিজ বেনজ গাড়ি আছে, যার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়া ২২০০ গ্রাম সোনা, যার মূল্য ৪৯ লক্ষ ১৮ হাজার। এছাড়াও তৃণমূল প্রার্থীর ১২ লক্ষ ৫৬ হাজার টাকার হাতঘড়ি রয়েছে। অন্যদিকে, একাধিক ফ্ল্যাট রয়েছে দেবের নামে।সাউথ সিটিতে একটি ফ্ল্যাট আছে যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি ১০ লক্ষ ৭০ হাজার। অপর একটি ফ্ল্যাটের দাম ১ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা। আর্বানা টাওয়ারের ফ্ল্যাটের দাম ১৩ কোটি ৩২ লক্ষ ৩২ হাজার টাকা। বৈদিক ভিলেজের ফ্ল্যাটের বর্তমান মূল্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা। সব মিলিয়ে দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা। মোট অস্থাবর সম্পত্তি ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকার। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় অনুযায়ী, দেবের আয়ের উৎস হল অভিনয় ও সাংসদ পদ।
Discussion about this post