সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। জানেন কত সম্পত্তির অধিকারী এই বাম নেতা? তরুণ বামপ্রার্থীদের তুলনায় সুজন চক্রবর্তীর সম্পত্তি একেবারেই নামমাত্র। নির্বাচন কমিশন কে দেওয়ার রিপোর্ট অনুযায়ী, মনোনয়নের দিন সুজন চক্রবর্তীর হাতে ছিল নগদ ছিল ৯ হাজার ৫০০ টাকা। বামনেতার মোট দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কালিকাপুরের ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে ৪৪ হাজার এবং এসবিআই-কলকাতা হাইকোর্ট এসপিবি ব্রাঞ্চে রয়েছে ১ লক্ষ ১০৩ টাকা।
তবে কোথাও কোনও বিনিয়োগ নেই। নেই গাড়ি, সোনাও। তবে সোনারপুরের কালিকাপুরে একটি চাষের জমি রয়েছে যার বাজারমূল্য দেড় লক্ষ টাকা। এছাড়াও কালিকাপুরে একটি বাস্তু জমি রয়েছে, তার মূল্য ১৬ লক্ষ টাকা। রয়েছে একটি ৭০০ বর্গফুটের ফ্ল্যাট যার দর ৯ লক্ষ টাকা। এদিকে হলফনামা বলছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সুজন চক্রবর্তী স্ত্রী মিলি চক্রবর্তী হাতে রয়েছে নগদ ৬ হাজার টাকা। পাঁচটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে মিলি দেবীর। এসবিআই-চম্পাহাটি ব্রাঞ্চে রয়েছে ৭১ হাজার ৩৫৭ টাকা।
ইন্ডিয়ান ব্যাঙ্ক কালিকাপুরে রয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৬৭ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে আড়াই লক্ষ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্ক কালিকাপুর ব্রাঞ্চেই আরও একটি অ্যাকাউন্টে রয়েছে ৮ লক্ষ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্ক টলিগঞ্জ ব্রাঞ্চে রয়েছে রয়েছে ১ লক্ষ ১১ হাজার টাকা। এছাড়া পোস্ট অফিসে জমানো রয়েছে ৫১ লক্ষ ৮ হাজার টাকা। এলআইসি রয়েছে ২৩ লক্ষ টাকার। সোনা রয়েছে ৭০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার টাকা।
Discussion about this post